ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ট্যাক্স কমিয়েও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না

অর্থনৈতিক রিপোর্টার
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারmzamin

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে এমনভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যে, ট্যাক্স কমিয়েও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না। গতকাল পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘পিকেএসএফ দিবস ২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দিবসের এবারের প্রতিপাদ্য- ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে অর্থায়ন’। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
পিকেএসএফ’র প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমান। পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফ ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

উপদেষ্টা বলেন, মানুষ বলছে পণ্যের দাম কমছে না, অথচ এনবিআর অনেক সুবিধা দিয়েছে। ট্যাক্স কমিয়ে দিলাম তারপরও নিত্যপণ্যের দাম কমে না। মানুষ অধৈর্য হয়ে গেছে, এটাই স্বাভাবিক। আমি প্রধান উপদেষ্টাকে বললাম, বাজারে দাম কমানো শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না। এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে। বাজারে গিয়ে মানুষের কষ্ট হচ্ছে। ৫০০ টাকা নিয়ে গেল দু-মুঠো শাক ও অন্যান্য কিছু কিনলেই টাকা শেষ হয়। আমি চেষ্টা করছি বাজারে পণ্যের দাম কমানোর জন্য।

তিনি বলেন, আমরা চলে গেলেও মানুষ মনে রাখবে। কারণ আমরা ভালো কাজ করেছি। মানুষ বলবে স্যার আপনি ওখানে ছিলেন আপনি অমুক কাজ করছেন। অনেকে আমাদের ধন্যবাদ দেয় যে, স্যার আপনি ট্যাক্সের অমুক কাজটি ভালো করেছেন। বন্ডের ট্যাক্স তুলে দেয়ায় মানুষ আমাদের অনেক ভালো বলে। সঞ্চয়পত্রেও আমরা ভালো করেছি। এখন সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হচ্ছে।
আক্ষেপ করে অর্থ উপদেষ্টা বলেন, ভালো প্রতিষ্ঠানের বড্ড অভাব। বিল্ডিং আছে কিন্তু মানুষ নেই, সেখানে স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে প্রতিদিন কথা বলি যে, তুমি এটা দেখো।

ভারতে ইলিশ রপ্তানিকে ইতিবাচক ব্যাখ্যা করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমার ছোট ভাই ফোন দিয়ে বলে ভাই ইলিশ মাছ দিয়ে দিলেন- ফেসবুকে আপনাকে গালি দিয়ে ভরে দিচ্ছে। আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট নাই। একটা সিজনে ৫ লাখ ৩০ হাজার টন ইলিশ উৎপাদন হয় ভারতে দিলাম মাত্র ৩ হাজার টন। অনেকে বলছে- ভারতে ইলিশ দেয়া ভালো সিদ্ধান্ত।’
বিশ্বে আমাদের বিষয়ে সবাই ইতিবাচক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, আমাদের দিকে কেউ মুখ বাঁকা করছে না। বিশ্বব্যাংক-আইএমএফ সভায় গেলাম, ৭ থেকে ৮ দিন ছিলাম, সবাই আমাদের বিষয়ে ইতিবাচক। সভা করতে করতে আমরা হয়রান হয়ে গেছি। সবাই আমাদের সঙ্গে কথা বলতে চায়। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিছু শর্ত থাকে, তবে শর্ত কঠিন নয়। প্রত্যেকে হাত বাড়িয়েছে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সার্বিকভাবে বাংলাদেশের সম্ভাবনা আছে। দেশের কৃষক- মজুর ও পোশাক শ্রমিকের অবদানের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা মানুষের সঙ্গে মিলে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো। আমরা দায়িত্ব পালন করছি। আমরা শর্ট টার্ম সংস্কার করবো- লং টার্ম সংস্কার করবো না। লং টার্ম সংস্কার করবে নির্বাচিত সরকার। 
অনুষ্ঠানে পিকেএসএফ’র সহযোগী সংস্থার প্রধান নির্বাহী, পিকেএসএফ’র কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ ছাড়াও, অনুষ্ঠানে পিকেএসএফ’র কার্যক্রম বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

কর্মসৃজনের মাধ্যমে দারিদ্র্যবিমোচনের লক্ষ্যে সরকার ১৯৮০-এর দশকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেয়। কয়েক বছর ধরে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের সুপারিশের পরিপ্রেক্ষিতে ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’ প্রতিষ্ঠার প্রস্তাবনা চূড়ান্ত হয়। ১৯৮৯ সালের ১৩ই নভেম্বর রাষ্ট্রপতি কর্তৃক এ প্রস্তাবনা অনুমোদনের মাধ্যমে পিকেএসএফ গঠিত হয়। সে অনুযায়ী ১৩ই নভেম্বরকে ‘পিকেএসএফ দিবস’ হিসেবে উদ্‌যাপন করা হয়।

পাঠকের মতামত

উপদেষ্টা পরিষদে সংশ্লিষ্ট বিষয়ে সৎ নির্ভীক অভিজ্ঞ মেধাবী লোকের খুব প্রয়োজন দ্রুত এ কাজটি করতে হবে সর্ব বিষয়ে তা না হলে দ্রব্যমূল্য কেন দেশকে অনেক বড় মূল্যজিত হতে পারে।

সাহিল
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৬:২৯ অপরাহ্ন

স্যার সিন্ডিকেট তো আর ভাংচুর হয় নাই। এই সিন্ডিকেট কে চানাচুরের মত ভাংতে হবে।

মাহমুদুল হাসান
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:২২ অপরাহ্ন

স্যার আপনার কথা একদম ঠিক আছে। কর কমানো হইয়াছে তবুও কেন বাজার নিয়ন্ত্রণে আসে নাই। এমনকি জিনিস পএের দাম কমে না। তবে একটা জিনিস তো বাকী আছে স্যার সিন্ডিকেট তো আর ভাংচুর হয় নাই। এই সিন্ডিকেট কে চানাচুরের মত ভাংতে হবে।

মাহমুদুল হাসান
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:২০ অপরাহ্ন

স্যার আপনার কথা একদম ঠিক আছে। কর কমানো হইয়াছে তবুও কেন বাজার নিয়ন্ত্রণে আসে নাই। এমনকি জিনিস পএের দাম কমে না। তবে একটা জিনিস তো বাকী আছে স্যার সিন্ডিকেট তো আর ভাংচুর হয় নাই। এই সিন্ডিকেট কে চানাচুরের মত ভাংতে হবে।

মোঃফরিদ মিয়া
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:০৪ পূর্বাহ্ন

আইন হোক চল্লিশ দিনের বেশী খাদ্যপণ্য মজুত করা যাবে না। কোন ব্যাক্তি বা কম্পানী একটা নির্দিষ্ট পরিমাণের বেশী খাদ্যপণ্য কিনতে পারবেনা - which will ensure equitable distribution of the foods .......

জনতার আদালত
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:৫৯ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status