ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিলেট নগরীর দুই থানায় জামায়াতের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট দীর্ঘ ১৭ বছর পর দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আওয়ামী লীগের পতন হলেও রাষ্ট্র ও সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে। তিনি মহানগরীর কোতোয়ালি পূর্ব ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নতুন শেসনের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার প্রমুখ। সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২৫-২৬ শেসনের জন্য মহানগরীর কোতোয়ালি পূর্ব ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে থানা সমুহের নতুন কমিটি ঘোষণা করেন মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। 
কোতোয়ালি পূর্ব থানা: মহানগরীর কোতোয়ালী পূর্ব থানায় রফিকুল ইসলাম মজুমদার আমীর, নজরুল ইসলাম শোয়েব নায়েবে আমীর, মো. মুহিব আলী সেক্রেটারি, এডভোকেট জুনেদ আহমদ ও আব্দুল মোতালেব সহকারী সেক্রেটারি নির্বাচিত হন। 
শাহপরান পশ্চিম থানা: মহানগরীর শাহপরান পশ্চিম থানায়  মোহাম্মদ শাহেদ আলী আমীর, মো. আব্দুর রব আমীর, মো নজরুল ইসলাম সেক্রেটারি, সোহেল আহমদ রিপন ও মাওলানা আহমদ হোসাইন সহকারী সেক্রেটারি নির্বাচিত হন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status