বাংলারজমিন
ফুলপুরে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন। মঙ্গলবার বিকালে বর্ণাঢ্য র্যালিটি পৌরসভার বালিয়ার মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলপুর গোলচত্বরে সমাবেশ করে। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে ও ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হক রুবেল, বিএনপি নেতা রকিবুল হাসান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আলমগীর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ,কে,এম সাদেকুল হক সাদেক, নূরে আলম জিকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দেলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান দুরন্ত, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন শিশির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন, ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আরিফুল হক, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান আতিক ও যুবদল নেতা কেফায়েতুল্লাহ প্রমুখ। এছাড়াও সমাবেশে মহিলা দলসহ উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।