প্রবাস
নিউ ইয়র্কে কোম্পানীগঞ্জ সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক
অনলাইন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ৭:২৮ অপরাহ্ন
নিউ ইয়র্কে বাংলাদেশিদের অন্যতম শীর্ষ সংগঠন কোম্পানীগঞ্জ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ১০ই নভেম্বর রোববার মুনা সেন্টার অব নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় এই অভিষেক।
সমিতির সাবেক সভাপতি মাওলানা আব্দুল আলিম জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক, সেক্রেটারি ইউসুফ জসিম, কোম্পানীগঞ্জ সমিতির সাবেক সভাপতি ভিপি বাবুল, সাবেক সেক্রেটারি লতিফুর রহমান লিটন, সাবেক ট্রাস্ট্রি চেয়ারম্যান আবু সুফিয়ান, ওবায়দুল খান, নুরুল আমিন, কোম্পানীগঞ্জ ফোরামের সভাপতি নুরুল করিম মোল্লা, জসিম উদ্দিন (ডাইরেক্টর) মোহাম্মদ উদ্দিন মিজান, মিজানুর রহমান, আহসান উল্লাহ বাচ্চু, মোরসালিন হোসাইন, অভিষেক কমিটির আহ্বায়ক মাস্টার শাহ আলম ও প্রধান সমন্বয়ক আব্দুল মান্নান। বিবাদমান দুটি গ্রুপের সমঝোতা ও সমিতিকে গতিশীল করার প্রত্যয়ে ডাক্তার মুন্না সবুজ পরিষদের এই অভিষেক অনুষ্ঠান নারী-পুরুষ শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রায় ছয়শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। অভিষেকে নিউ ইয়র্কের বাহিরে নিউ জার্সি, পেন্সিলভেনিয়া, ও বাফেলো থেকেও সদস্যরা যোগদান করেন।
নতুন কমিটির সভাপতি ডাক্তার নুর আলম সিদ্দিক মুন্না, সেক্রেটারি মোশাররফ হোসেন সবুজ তাদের বক্তব্যে সমিতিকে মিলেমিশে আরও গতিশীল করার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাবেক কমিটির বিদায় পর্ব শেষ হওয়ার পর বর্তমান কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মুসা। এ সময় নির্বাচন কমিশনের চার সদস্য নঈম উদ্দীন, মাওলানা আব্দুস শহীদ, মাইন উদ্দিন পিন্টু ও মোহাম্মদ এ জিলানী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় তিন হাজারের সদস্য সংখ্যা নিয়ে গঠিত কোম্পানীগঞ্জ সমিতির নিউ ইয়র্কে দুইটি বাড়ি আছে। প্রতিটি সদস্য মারা যাওয়ার পর তার লাশ দাফন বা বাংলাদেশে প্রেরণের জন্য যাবতীয় কার্যক্রম সমিতি বহন করে। প্রতিটি মৃত ব্যক্তির জন্য সাত হাজার ডলার বরাদ্দ রাখে সমিতি। সংগঠনটি ১৯৯১ সালে কোম্পানীগঞ্জের প্রবাসী লোকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। করোনাকালে মৃত সদস্যদের দাফনের ব্যবস্থা করে এই সমিতি নিউ ইয়র্কে ব্যাপক সুনাম অর্জন করে।