ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

মাঠে নামার সিদ্ধান্ত বিএনপি’র

স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০২৪, বুধবার
mzamin

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একইসঙ্গে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে ঢাকায় বড় শোডাউনের পরিকল্পনা এবং জামায়াতের সঙ্গে দূরত্ব কমানোরও সিদ্ধান্ত নিয়েছে দলটি। গত সোমবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
বৈঠক সূত্র জানায়, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি আরও জোরালো করতে এবং আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে ১০ সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে। শিগগিরই বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনায় সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। 
বৈঠকে সরকারের উপদেষ্টা পরিষদে সমপ্রতি ৩ জনের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয়েছে। বলা হয়, এদের মধ্যে দু’জনকে নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে ছাত্র-জনতা এটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা আন্দোলন করছে। এই নিয়োগ নিয়ে তারাও (বিএনপি) বিস্মিত। যথেষ্ট যাচাই-বাছাই ও চিন্তা-ভাবনা করে এই নিয়োগ দিলে এই বিতর্ক সৃষ্টি হতো না। তাই সরকারের উচিত যথাসম্ভব বিতর্ক এড়িয়ে সামনে অগ্রসর হওয়া। বিতর্কিত কাউকে সরকারে না রাখা এবং ভালোভাবে খোঁজখবর করে দায়িত্বে নিয়ে আসা। 

সূত্র জানায়, বৈঠকে দলের কেউ কেউ বিএনপি-জামায়াতের সম্পর্ক নিয়ে অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, জামায়াতের সঙ্গে বিএনপি’র কোনো দ্বন্দ্ব ছিল না। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনে তারা একই সঙ্গে আন্দোলন করেছে। এখন ৫ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন ও মাঠ প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা হচ্ছে।  এ ক্ষেত্রে জামায়াত বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা, সে প্রশ্নও সামনে আসছে। এমন প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত বলে বৈঠকে অভিমত দেন কয়েকজন নেতা। 
এ ছাড়া বৈঠকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালির মূল্যায়ন করেন নেতারা। তারা বলেন, ঢাকায় যে র‌্যালি হয়েছে, বিএনপি’র বিবেচনায় সেটা সর্বকালের সর্ববৃহৎ র‌্যালি। বলা হয়, কয়েক লাখ লোকের অংশগ্রহণে এই র‌্যালির মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। সুতরাং বিএনপিকে বাইরে রেখে কিংবা এড়িয়ে কোনো কিছু করা যাবে না। 
বৈঠকে নেতারা বলেন, বিএনপি এই অন্তর্বর্তী সরকারের বড় সহযোগী এবং সহায়ক শক্তি। তাই বিএনপি’র সঙ্গে আলোচনা করেই সরকারের সিদ্ধান্ত নেয়া উচিত।

পাঠকের মতামত

বি এন পি ও তো জনগণের দল। আপনি জনগণ বলতে কাদেরকে মিন করলেন।

Murad
১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ৬:৫৬ অপরাহ্ন

বিএনপি যতবেশি নমনীয়তা প্রদর্শন করবে জামায়াত বিএনপিকে ততই ঠেসে ধরবে। এটাই জামায়াতের সাংগঠনিক কৌশল। তাদের কাছে তাদের দলীয় স্বার্থই সবার আগে।

মুহাম্মদ ইসমাঈল বুখা
১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:৪১ অপরাহ্ন

সোজা আঙ্গুলে ঘী উঠে না।

মোহাম্মদ শাহ আলম
১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ৭:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ এ রাজনৈতিক দলগুলো দেশকে সঠিক পথে নিতে পারেনি। এখন দেশ কিভাবে চলবে সেটা ঠিক করবে জনগণ এবং এই সরকার জনগণের সরকার।

naz
১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:২১ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status