বাংলারজমিন
রংপুরে আইনজীবীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১০ নভেম্বর ২০২৪, রবিবাররংপুরে বাড়ি থেকে আইনজীবী মোস্তাকিম ইসলামের (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টায় নগরীর ২০নং ওয়ার্ডস্থ মুলাটোল ব্যাংক কলোনি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার খাদেমুল ইসলামের ছেলে। শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ওসি মো. আতাউর রহমান প্রতিবেশী হারুন অর রশিদ জানান, মোস্তাকিম গ্রামের বাড়ি বদরগঞ্জের ট্যাক্সের হাট এলাকায়। রংপুরের ওই বাসায় ছোট ভাই ও মোস্তাকিম তার পরিবার নিয়ে বসবাস করেন। তিন-চারদিন আগে মোস্তাকিমের স্ত্রী রিমু আক্তার বাবার বাড়িতে বেড়াতে যান। তাদের কোনো সন্তান নেই।
মোস্তাকিমের ছোট ভাই সোহান জানান, শুক্রবার রাতে ভাইকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে নিচে পড়ে থাকতে দেখেন। এ সময় বিছানার ওপর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল। পরে পুলিশে খবর দেয়া হয়। ওসি আতাউর রহমান জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।