খেলা
সব সাংবাদিক কি ফুটবল বোঝে- ব্যালন ডি’অরের ভোট নিয়ে রিভালদো
স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, রবিবারব্যালন ডি’অর পুরস্কারের দৌড়ে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লীগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভিনিসিয়ুস জুনিয়র কীভাবে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লীগ ও স্পেনের হয়ে ইউরো জেতা রদ্রির কাছে হেরে গেছেন? ব্যালন ডি’অর পুরস্কার দেয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। সহ-আয়োজক হিসেবে থাকে ইউরোপীয় ফুটবলের কর্তৃপক্ষ উয়েফা। তবে বিজয়ী নির্ধারণ এ দুটি প্রতিষ্ঠান করে না। পারফরম্যান্সের ভিত্তিতে ৩০ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা করে দেওয়ার পর সেখান থেকে চূড়ান্ত ভোট দেন সাংবাদিকেরা। বর্তমান নিয়ম অনুযায়ী, ফিফা র?্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০-তে থাকা দেশগুলোর একজন করে সাংবাদিক নিজের বিবেচনায় বছরের সেরা খেলোয়াড়কে ভোট দেন। আর এই সাংবাদিকদের ফুটবল-জ্ঞান নিয়ে সন্দিহান ব্রাজিল কিংবদন্তি রিভালদো। ১৯৯৯ সালে ব্যালন ডি’অর আর ২০০২ সালে বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ড প্রশ্ন তুলেছেন, ব্যালন ডি’অরে ভোট দেয়া সব সাংবাদিক ফুটবল বোঝেন কি না।
ব্যালন ডি’অরে সাংবাদিকেরা ভোট দেন মূলত দশজনকে। তারা নিজেদের বিবেচনায় সেরা ১০ খেলোয়াড়ের তালিকা করেন। এর মধ্যে এক নম্বরে থাকা খেলোয়াড় পান সর্বোচ্চ ১৫ পয়েন্ট, দ্বিতীয়জন ১২ ও তৃতীয়জন ১০। এবার ভোট দিয়েছেন মোট ৯৯টি দেশের সাংবাদিক (সিরিয়া অনুপস্থিত)। এর মধ্যে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ পয়েন্ট। স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ পয়েন্ট। ফ্রান্সের সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, ভোটদাতা ৯৯ জনের মধ্যে ৪৯ জন সাংবাদিক এক নম্বরে রেখেছেন রদ্রিকে। ভিনিকে শীর্ষে রেখেছেন ৩৫ জন। রিভালদো বেটফেয়ারের সঙ্গে আলোচনায় ভোটাভুটিতে অংশ নেয়া সাংবাদিকদের ফুটবল-জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন ‘যেসব সাংবাদিক ভোট দিয়েছেন, তাদের সবাই কি ফুটবল বোঝেন? সবাই কি সত্যিই যোগ্যতাসম্পন্ন?’ রিভালদো অবশ্য রদ্রির পুরস্কার প্রাপ্তিকেও খাটো করে দেখছেন না। বলেন, ‘রদ্রিকে আমি ছোট করতে পারি না। সে আমার পছন্দের খেলোয়াড়। দ্বিতীয় পছন্দ ছিল সে। হ্যাঁ, ভিনিসিয়ুসের পুরস্কারটি বেশি প্রাপ্য হলেও এই পুরস্কারের মানকে আমি ছোট করতে পারি না। কারণ, আমি সত্যিই রদ্রিকে পছন্দ করি। তার স্টাইল ও খেলার ধরন পছন্দের।’ ২৪ বছর বয়সী ভিনিসিয়ুসের হাতে ব্যালন ডি’অর জেতার জন্য যথেষ্ট সময় আছে বলে মনে করেন রিভালদো। বলেন, ‘ভিনিসিয়ুস তরুণ। সব পাল্টে দেয়ার মতো বয়স ও খেলা তার আছে। একদিন সে ব্যালন ডি’অর জিতবে। সে এক বা একাধিকবার বিশ্বসেরা হতে পারে।’ শেষ দুই ম্যাচে বার্সেলোনার কাছে ৪-০ ও এসিমলানের বিপক্ষে ৩-১ গোরে হেরেছে রিয়াল মাদ্রিদ। রিভালদো বলেন, ‘ভিনিসিয়ুসকে এই ব্যালন ডি’অরের গল্প মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তাকে খেলা শুরু করতে হবে এবং রিয়ালের হয়ে ভালো খেলতে হবে, টানা দুটি হারের পর যাদের জয় দরকার।’