ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

কক্সবাজারে আবাসিক হোটেলে ইউপি সদস্যদের ‘গোপন বৈঠক’, আটক ১৮

রাসেল চৌধুরী, কক্সবাজার থেকে

(১ মাস আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

mzamin

কক্সবাজারে আবাসিক হোটেলে ‘গোপন বৈঠকের’ অভিযোগে ১৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় কলাতলীর আবাসিক হোটেল ইউনি রিসোর্ট থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ‘গোপন সভার’ খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল ইউনি রিসোর্টে অভিযান পরিচালনা করে। এ সময় অনেকে পালিয়ে গেলেও ৪০ জনকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের পর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফইজুল আযীম নোমান গ্রেপ্তার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা যায়, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ব্যানারে প্রধান অতিথি হিসেবে নাম লেখা ছিল ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের। এছাড়া, আতাউল্লাহ খান নামে এক রাজনৈতিক ব্যক্তির নামও উল্লেখ ছিল।

আটকদের মধ্যে কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের মোহাম্মদ মিয়া বলেন, ‘জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা চলছিল। এ সময় পুলিশ ও অর্ধ-শতাধিক সমন্বয়ক তাদের হল রুম ঘেরাও করেন। এরপর পুলিশ ও সমন্বয়ক পরিচয়ধারীরা এসে তল্লাশি যাচাই-বাছাই শুরু করেন।

পুলিশ বলছে, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছেন-এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম জানান, আজ আমাদের মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত ইউপি সদস্যরা গোপন বৈঠক করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে অনেক ইউপি সদস্য আছেন। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের আটক করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা নেই- তাদের ছেড়ে দেয়া হয়েছে।’

পাঠকের মতামত

এদেরকে যেখানে পাবেন সেখানেই গণধোলাই দিবেন।

Mohiuddin molla
১০ নভেম্বর ২০২৪, রবিবার, ৭:২৮ পূর্বাহ্ন

So Nice Thanks

Noor korim Dhaka
৯ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:০৪ অপরাহ্ন

ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করতেই থাকবে। সবাইকে সতর্ক থাকতে হবে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার।

রুমেল
৯ নভেম্বর ২০২৪, শনিবার, ২:০২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status