খেলা
বার্সেলোনার ডিফেন্ডার কুবারসির মুখে ১০ সেলাই
স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারচ্যাম্পিয়নস লীগের ম্যাচে বুধবার রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারায় বার্সেলোনা। তবে জয়ের আনন্দ কিছুটা ফিকে হয়েছে তরুণ ডিফেন্ডার পাবলো কুবারসির চোটে। প্রতিপক্ষ ফুটবলারের বুটের আঘাতে ক্ষত হয়েছে তার মুখে, যার জন্য লেগেছে ১০ সেলাই! এ নিয়ে চলতি আসরে টানা তিন ম্যাচ জিতলো বার্সেলোনা। তিন ম্যাচেই ৪ বা তার বেশি গোল করেছে কাতালান ক্লাবটি। ১৯৫৯-৬০ মৌসুমের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোলের কীর্তি গড়েছে তারা। তবে কুবারসির চোট চিন্তায় ফেলেছে বার্সা কোচ হ্যান্সি ফ্লিককে। অল্পদিনেই বার্সার রক্ষণে ভরসা হয়ে উঠেছেন কুবারসি। এল ক্লাসিকোতেও দারুণ পারফর্ম করেন তিনি। এদিন বেলগ্রেডের বিপক্ষে ছন্দে ছিলেন এই ডিফেন্ডার। কিন্তু ম্যাচের ৬৭তম মিনিতে মারাত্মক চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়। নিজেদের অর্ধে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে হেড দিয়ে বল ক্লিয়ারের চেষ্টা করেন কুবারসি। হেড দিতে পারলেও এ সময় রেডস্টারের স্প্যাজিকসের শূন্যে তোলা বুট তার মুখে আঘাত করে। সঙ্গে সঙ্গে সহকারী রেফারি ফাউলের সংকেত দেন। বার্সা গোলরক্ষক সঙ্গে মেডিকেল টিমকে ভেতরে আসার ইঙ্গিত করেন। মুখে হাত দিয়ে শুয়ে পড়েন কুবারসি। পরে রক্তাক্ত মুখে হাত দিয়েই মাঠ ছাড়েন তিনি। তখনই বোঝা যাচ্ছিল চোট গুরুতর হতে যাচ্ছে। ম্যাচ শেষে ফ্লিক তরুণ এই স্প্যানিশ শিষ্যের মুখে ১০ সেলাইয়ের কথা জানান। তিনি বলেন, ‘তার সেলাই লেগেছে, কিন্তু সে ভালো বোধ করছে এখন। তবে দাগ রয়েছে এখনও, সে তরুণ এবং আশা করি দ্রুত সেরে উঠবে।’ পরে বার্সেলোনার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া কুবারসির একটি ছবির ক্যাপশনে লেখা হয়– ‘আমি ঠিক আছি।’ গত মৌসুমে জাভি হার্নান্দেজের অধীনে ক্লাবটির সিনিয়র দলে মাত্র ১৬ বছর বয়সে এই অভিষেক হয় কুবারসির। সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন কোচের ভরসা। আর চলতি মৌসুমে নিজের সামর্থ্যের কারণেই কাতালান জার্সিতে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর ফ্লিক বার্সাকে খেলাচ্ছেন হাই লাইন ডিফেন্স কৌশলে। এই ঝুকিপূর্ণ কৌশলে ডিফেন্ডারদের নিতে হয় বাড়তি দায়িত্ব। তাদের সামান্য ভুল হলেও অফসাইডের ফাঁদ এড়িয়ে বিপদ তৈরি করতে পারেন প্রতিপক্ষের ফুটবলাররা। সেখানে দারুণ ভূমিকা রাখছেন কুবারসি। চলতি মৌসুমের ১৬ ম্যাচে এখন পর্যন্ত প্রতিপক্ষ দলগুলো বার্সার বিপক্ষে অফসাইড ফাঁদে পড়েছে ১০৮ বার।