প্রবাস
লন্ডনে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(১ মাস আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:৫২ অপরাহ্ন
যুক্তরাজ্য জাসদের উদ্যোগে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের একটি হলে যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি মুজিবুল হক মনি’র সভাপতিত্বে এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর পরিচালনায় প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মুক্তিযুদ্ধে ও সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডাকসু সদস্য দেওয়ান গৌস সুলতান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য ন্যাপ সভাপতি আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, জাসদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সর্ব ইউরোপীয় জাসদের সমন্বয়ক মতিউর রহমান মতিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, গ্রেটার লন্ডন জাসদের সভাপতি সৈয়দ এনামুল হক, সাধারণ সম্পাদক সাবুল সামসুজ্জামান প্রমুখ।