প্রবাস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে
সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে
(১ মাস আগে) ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:২৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে চলছে ভোট গ্রহণ । ৫ই নভেম্বর সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী কমালা হ্যারিস ও ডনাল্ড ট্রাম্পকে ভোট দিচ্ছেন । যদিও ভোটগ্রহণ শুরুর সময়কাল প্রতিটি অঙ্গরাজ্যেই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রীয় ছুটি রয়েছে। তাই অনেকে দুপুরের দিকে ভোটদিতে যাবেন বলেও জানা গেছে। ভোট শেষ হওয়ার পর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে গণনা শুরু হবে। নির্বাচনে কে বিজয়ী হবেন তা জানতে হয়তো কয়েকদিন অপেক্ষায় থাকতে হবে।
নিউ ইয়র্কের ব্রঙ্কসের ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আব্দুল খালেক জানান যেই জিতুক আমেরিকার নীতিতে তেমন পরিবর্তন হয় না। নির্বাচনের আগাম ভোট দেয়ার সংখ্যা আট কোটি ছাড়িয়েছে। এর মধ্যে চার কোটি ৪০ লাখের বেশি ভোটার ভোটকেন্দ্রে গিয়ে আর প্রায় তিন কোটি ৭ লাখ ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এ নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।