দেশ বিদেশ
নজর পেনসিলভেনিয়ায়
মানবজমিন ডেস্ক
৪ নভেম্বর ২০২৪, সোমবারএবারের মার্কিন নির্বাচন এমন পর্যায়ে রয়েছে যে, শেষ একটি ভোটের জন্যও লড়াই করতে হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের। কেননা, সুইং স্টেটগুলোর ফলাফলের ওপরই নির্ভর করছে তাদের চূড়ান্ত ভাগ্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং কমালা হ্যারিস একে অপরকে শেষ মুহূর্তেও লক্ষ্যবস্তু করছেন। কেননা, শেষ সময়ে এসে পেনসিলভেনিয়ার প্রতিটি ভোটই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন উত্তেজনার মধ্যে ট্রাম্প অভিযোগ করেছেন, ডেমোক্রেটরা নির্বাচনে কারচুপি করার চেষ্টা করছে। রোববার সুইং স্টেট জর্জিয়ার এক সমাবেশে সমর্থকদের কাছে তিনি দাবি করেছেন তিনিই এবার জয়ী হতে যাচ্ছেন। অন্যদিকে কমালা হ্যারিসও রিপাবলিকান নেতার একজন কঠোর সমালোচক। তিনি ট্রাম্পের নাম মুখে না নিয়েই তাকে লক্ষ্য করে বেশ উত্তেজক মন্তব্য করেছেন। কমালা বলেছেন, তিনি উচ্ছ্বাস নিয়েই তার প্রচারণা শেষ করতে চান তাই তিনি ট্রাম্পের নাম আর মুখেই নিতে চান না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সুইং স্টেট পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে সমাবেশের মধ্যদিয়ে এবারের নির্বাচনী প্রচারাভিযান শেষ করবেন দুই প্রার্থী। হোয়াইট হাউসের দৌড়ে বেশ ক্ষুব্ধ এবং আক্রমণাত্মক লড়াই করছেন তারা। শেষ পর্যন্ত আমেরিকায় কী ঘটতে যাচ্ছে তা কমালা এবং ট্রাম্পের বাকযুদ্ধের মধ্যদিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে। যদিও এখনো কারও পক্ষেই নিশ্চিত মন্তব্য করা যাচ্ছে না।
তবে এবারের নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখনো এখানকার সকল ভোটারের ভোট সম্পর্কে নিশ্চিত হতে পারেনি রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রার্থীরা। ২০২০ সালে এই অঙ্গরাজ্যে যে পরিমাণ ভোটার ভোট দিয়েছিলেন তার অর্ধেকও এবার ভোট দেয়নি। তাই সুইং স্টেটের মধ্যে এই অঙ্গরাজ্যটি নিয়ে বেশ চিন্তায় আছেন কমালা ও ট্রাম্প। জরিপে দেখা গেছে, এখন পর্যন্ত পেনসিলভানিয়ার ৭৬ মিলিয়ন ভোটার তাদের ভোট দিয়েছেন। এক্ষেত্রে এখনো অনেক ভোটারের ভোট থেকেই বঞ্চিত রয়ে গেছেন দুই দল। তাই সম্ভাব্য সকল ভোটারের ভোট নিজ শিবিরে ভেড়াতে এখনো মরিয়া ট্রাম্প ও কমালা। তাদের চোখ এখন পেনসিলভানিয়ায়।