অনলাইন
মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারই সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করবে
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৪ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:১৪ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারই সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রোববার জাতীয় সংসদের এলডি হলে কমিশনের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবিধান কমিশনের প্রস্তাব বর্তমান সরকার নাকি পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে, এমন প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ‘আমি কমিশনের সদস্য হিসাবে এই প্রশ্নের উত্তর দিচ্ছি না। তবে ছাত্র প্রতিনিধি হিসাবে বলতে পারি, অবশ্য অবশ্যই এই সরকার করে যাবে। কেন করবে না? এই সরকার ছাড়া আর কেউ করবে না।’
তিনি বলেন, যেদিন অভ্যুত্থানের একদফা ঘোষণা করা হয়েছিল সেদিনই সংবিধানের প্রশ্নটা বাতিল হয়ে গেছে। সেখানে বলা হয়েছিল, পুরাতন রাজনীতির সেটেলমেন্ট খারিজ করছি। আমরা নতুন রাজনীতির বন্দোবস্ত চাই। নতুন রাজনীতি বন্দোবস্ত মানে নতুন সংবিধান। ওইটা শুনেই বাংলাদেশের মানুষ আন্দোলনে নেমেছিল।
আমি নিশ্চিত, এই সমস্ত বেশী পন্ডিতরা এক সময় দৌড়ের মধ্যে থাকবে। সময় অনেক কিছুই দেখিয়ে দিচ্ছে, তারপরও হুস আসছে না।
Absolutely agree 100%
আপনারা কিসু করুন। রাজানীতি মানে লুটে খাওয়া। শক্ত থাকুন।
পুরোনো ব্যবস্থার বাতিল চাই। সকলের জন্য সাম্যভিত্তিক বৈষম্যহীন সংবিধান চাই।
দূর young পন্ডিত সময় কৈ তোদের দেখনা আরো কত কিছু হবে সামনে ওয়েট ওয়েট ওয়েট