ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

মোদির ভূমিকায় ক্ষুব্ধ ‘বাংলাদেশের মোহন ভাগবত’, ‘হিন্দুর বন্ধু’ বলছেন ইউনূস-বিএনপি-জামায়াতকে

অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২ নভেম্বর ২০২৪, শনিবার, ৪:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২২ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের সরকার জোর গলায় দাবি করেছে, হিন্দু নির্যাতনের অভিযোগ ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত প্রচার। ইউনূস সরকার ভারতসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে গিয়ে অভিযোগের সরজমিনে তদন্ত করতে।

অন্যদিকে ভারতে শুধু সংবাদমাধ্যম নয়, নরেন্দ্র মোদির সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার প্রতিবেশী দেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় সরব হয়েছে। এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম ফোনালাপেই এই ব্যাপারে তার উদ্বেগের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেই বাংলাদেশেরই এক উগ্র হিন্দুত্ববাদী নেতা হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

শনিবার সকালে ঢাকা থেকে ফোনে দ্য ওয়াল’কে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘৫ অগাস্টের পর হিন্দুদের ওপর হামলার যে অভিযোগ ভারত সরকার ও ভারতীয় মিডিয়া করেছে তা সবই মিথ্যা। সবটাই আওয়ামী লিগের অপ্রচার।’ তার কথায়, ‘বাংলাদেশের জন্মের পর এই প্রথম রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সংখ্যালঘুরা নিরাপদ ছিলেন এবং আছেন। আর তা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকেরা।’

বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই আইনজীবী দীর্ঘদিন সে দেশে হিন্দুর ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছেন। ৯০ ভাগ মুসলিমের দেশে তার সংগঠন প্রায় চারশো বৈদিক স্কুল পরিচালনা করে। প্রতি শুক্র ও শনিবার সরকারি সাপ্তাহিক ছুটির দিনে স্কুলগুলোতে কয়েক হাজার হিন্দু ছেলেমেয়েকে ধর্মের পাঠ দেওয়া হয়। এছাড়া সংগঠন পূজা পাঠের প্রশিক্ষণ দিয়ে থাকে।

২৩টি হিন্দু সংগঠনের এই মহাজোটের মূল রাজনৈতিক দাবি, বাংলাদেশ সংসদে সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ এবং পৃথক ভোটার তালিকা। গোবিন্দ প্রামাণিকের কথায়, দেশভাগের পর পূর্ব পাকিস্তানে বহু বছর পৃথক ভোটার তালিকা ছিল। ফলে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা সংসদে, প্রাদেশিক সভায় তাদের প্রতিনিধি পাঠাতে পারত। যৌথ ভোটার তালিকা হওয়ার পর হিন্দুরা হয়ে গিয়েছে দাবার ঘুঁটি। মুসলমানদের সংসদে পাঠানোই তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে। সংসদের দরজা তাদের জন্য এক প্রকার বন্ধ।

হিন্দু ঐক্য প্রতিষ্ঠার কাজের সূত্রেই আরএসএস, বিশ্বহিন্দু পরিষদ ও বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এই নেতার বহুদিনের যোগাযোগ। মোহন ভাগবত তাকে চেনেন, জানেন। নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে গেলে তার সঙ্গে দেখা করে সে দেশে হিন্দুদের সমস্যার কথা তুলে ধরে ভারত সরকারকে উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানান গোবিন্দ প্রামাণিক। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আরএসএসের সুরে ‘অখণ্ড ভারত’ গড়ার ডাক দেয়ায় বারে বারে বাংলাদেশের গোয়েন্দা এজেন্সিগুলোর কুনজরে পড়েছেন তিনি। আবার এই জাতীয় কথাবার্তা এবং কর্মকাণ্ডের জন্যই অনেকে তাকে ‘বাংলাদেশের মোহন ভাগবত’ বলে থাকেন। তাঁর কথায়, ‘বাংলাদেশে জমানা নির্বিশেষে হিন্দুরা নিপীড়নের শিকার। এইভাবে চললে আর বছর কয়েকের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে।’

সেই তিনিই আবার বলছেন, ‘৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারাও গা ঢাকা দেন। মন্দির, গির্জা সব অরক্ষিত হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকেরা এবং মাদ্রাসার ছাত্ররা অন্তত দিন পনেরো মন্দির পাহারা দিয়েছেন। সংখ্যালঘুদের ঘর-বাড়ি তারাই রক্ষা করেছেন। বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা এজন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন। প্রামাণিকের কথায়, ‘বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষার এমন নজির অতীতে একটিও নেই।’

অন্তর্বর্তী সরকারকেও সমান কৃতিত্ব দিয়ে তিনি বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং তিনি ও তার উপদেষ্টারা সকলেই অসাম্প্রদায়িক। তাই সংখ্যালঘুর জানমাল রক্ষা পেয়েছে।’

বাংলাদেশে সংখ্যালঘুদের বড় সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘুদের স্বার্থে কাজ করে থাকে। ৫ অগাস্ট পরবর্তী পরিস্থিতি নিয়ে সেই সংগঠনের বক্তব্য অবশ্য সম্পূর্ণ ভিন্ন।

গত মাসে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ঐক্য পরিষদ দাবি করে, ৪ অগাস্ট রাত থেকে ২০ অগাস্টের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘুর উপর হামলার ২০১০টি ঘটনা ঘটে। এর মধ্যে বেশিরভাগই হিন্দুদের বাড়িঘর এবং দোকান-অফিস। নিহত হয়েছেন নয়জন। ঐক্য পরিষদ সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে হামলার ঘটনার তদন্তের দাবি তুলেছে। তারা বলেছে, অতীতেও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলির তদন্ত হয়নি। সাজা পায়নি অপরাধীরা।

অন্যদিকে, ঐক্য পরিষদের এই রিপোর্ট সম্পূর্ণ বানানো, অতিরঞ্জিত আখ্যা দিয়ে হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ প্রামাণিক বলছেন, ‘হাসিনা এবং আওয়ামী লীগের পনেরো বছরের কুশাসনের ফলে মানুষের মধ্যে যে ক্ষোভের আগুন তৈরি হয়েছিল তার তেমন প্রতিফলন ৫ অগাস্টের পর হয়নি। আমরা আশঙ্কা করেছিলাম, আরও অনেক ক্ষয়ক্ষতি হবে। কিন্তু হয়নি। হলে একটা মন্দিরও হয়তো আস্ত থাকত না।’ তাঁর কথায়, ‘সংখ্যালঘুদের উপর হামলার বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো একটিও সাম্প্রদায়িক কারণে হয়নি। হয়েছে রাজনৈতিক কারণে। আক্রান্ত হিন্দু নেতারা আওয়ামী লীগের দালালি করতেন। ক্ষিপ্ত মানুষ হাসিনার সমর্থকদের ওপর হামলা করে। তাতে হিন্দু-মুসলিম দুই-ই ছিল। হিন্দু বলে কাউকে আক্রমণ করা হয়নি।’

এই ব্যাপারে ভারত সরকারকেও কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশের এই কট্টর হিন্দুত্ববাদী নেতা। তার কথায়, ‘বাংলাদেশের ৯০ ভাগ মানুষ যাকে প্রত্যাখ্যান করেছিল সেই শেখ হাসিনাকে ভারত সরকার বছরের পর বছর সমর্থন দিয়ে গিয়েছে।’ গোবিন্দ প্রামাণিকের কথায়, ‘২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত হাসিনা জমানায় অনুষ্ঠিত ভোটগুলোতে আওয়ামী লীগের মুসলিম সমর্থকেরাও সকলে ভোট দেয়নি। কিন্তু ভারত সরকার আর তাদের এজেন্সির চাপাচাপিতে হিন্দুরা সদলবলে গিয়ে ভোট দিতে বাধ্য হয়েছে। ফলে বাংলাদেশে আওয়ামী লিগ ও হিন্দু সমাজ একাকার হয়ে গিয়েছে। ভারত সরকারের কথায়, চলতে গিয়ে হিন্দুরা এ দেশে আরও একঘরে হয়ে যাচ্ছে।’

গোবিন্দ প্রামাণিকের কথায়, ‘নরেন্দ্র মোদি হিন্দুর স্বার্থ রক্ষার কথা বলেন। অথচ হাসিনার সময়ে বাংলাদেশে হিন্দুরা যে নিপীড়ন, অত্যাচারের শিকার হয়েছে তা নিয়ে নরেন্দ্র মোদি, ভারত সরকার টুঁ শব্দটি করেনি।’

এই হিন্দু নেতার কথায়, হালের হিংসায় একজন হিন্দু মারা গিয়েছেন। তবে সেটা সাম্প্রদায়িক হামলার কারণে নয়, জমি নিয়ে হিন্দু প্রতিবেশীর সঙ্গে বিবাদের কারণে খুন হন তিনি।’ তার কথায়, ‘আমি নিজে দশটি হামলার ঘটনার তদন্ত করে দেখেছি, হিন্দুরা নিজেদের গোলমালকে সাম্প্রদায়িক বলে অভিযোগ করেছে।’

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি যদি সত্যিই বাংলাদেশের হিন্দুদের স্বার্থ রক্ষা করতে চান তাহলে ইউনূসকে বলুন সংখ্যালঘুদের জন্য সংসদে আসন সংরক্ষণ আর পৃথক ভোটার তালিকার ব্যবস্থা করতে।’

হিন্দু মহাজোটের মহাসচিবের কথায়, ‘নরেন্দ্র মোদি, আরএসএস, বিশ্বহিন্দু পরিষদের কাছে বাংলাদেশের হিন্দুদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু আমরা হতাশ। বাংলাদেশের হিন্দুদের নিয়ে বিজেপি সরকার ভাবে না। তারা বাংলাদেশ বলতে বোঝে শেখ হাসিনা, যার আমলে হিন্দুদের ওপর সীমাহীন নির্যাতন হয়েছে। ২০২১-এ পূজার সময় সাম্প্রদায়িক হিংসায় ১১জন হিন্দু খুন হন। একটি খুনেরও বিচার হয়নি।’ 

সূত্র: দ্য ওয়াল

পাঠকের মতামত

This is is False report. Highest 15-20 percent may be like India.

Altab khan
৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৫:০৭ অপরাহ্ন

শান্ত মনোয়ারের কথায় তো মন আমার অশান্ত হয়ে গেল। প্রামাণিক দাদা কি বললেন আর শান্ত মনোয়ার কী মতামত দিল! কান্ড জ্ঞানহীন আর কাকে বলে? সত্য কথায় জন্য প্রামাণিক দাদাকে ধন্যবাদ। ওকে

মোঃ আবুল বাশার
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

গোবিন্দ দাদা, আমরা এদেশের মুসলমানরা কোনদিন হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টানদের সংখ্যালঘু হিসেবে দেখিনি। তাদেরকে আমরা বাংলাদেশী হিসেবে পরিচয় দিয়ে থাকি। বরঞ্চ আপনারাই আপনাদের সংখ্যালঘু হিসেবে পরিচয় দিয়ে নানাবিধ সুবিধা নিয়ে থাকেন। এখন সংখ্যালঘু হিসেবে নানাবিদ দাবী দাওয়া তুলছেন। কেন বাংলাদেশী পরিচয় দিতে কি আপনাদের লজ্জা লাগে? কথায় কথায় নিজেদের বাঙ্গালি পরিচয় দেন কেন নিজেদের বাংলাদেশী বলতে পারেন না? বাঙ্গালীতো ইন্ডিয়াতেও আছে, তারাতো আপনাদের মতো এতো বাঙ্গালি জপেনা । তারা নিজেদের ভারতীয় বলতে গর্ববোধ করে। আপনারা কেন নিজেদের বাংলাদেশী মনে করেন না? কারন আপনারা চাননি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে পরিচিত হোক। বঙ্গভঙ্গ থেকেই আপনারা হিন্দুরা চেয়েছিলেন বাংলাদেশ ভারতের একটি প্রদেশ হয়ে থাকুক। ভারতে মুসলমানরা যেভাবে নির্যাতিত হয় এদেশে কি হিন্দুদের উপর নির্যাতন করা হয়? হিন্দু ভাইদের বলছি এ দেশকে মেনে নিতে না পারলে ভারতে চলে যান তবু এদেশে অশান্তি করার সাহস দেখাবেন না। আমরা আপনাদের অনেক ষড়যন্ত্র সহ্য করেছি, আর না ভালো ভাবে আমাদের সাথে মিলেমিশে থাকতে পারলে থাকো নতুবা ওপারে চলে যাও।

Md.Shanto Monowar
২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:২২ অপরাহ্ন

আপনি নিজেকে সংখ্যালগু পরিচয় না দিয়ে আমি বলেন আমি বাংলাদেশী। এবং রাষ্ট্রের সাথে সংখ্যা গরিষ্ঠ জনগণের আচরণের মতো আচরণ করে বাংলাদেশ রাষ্ট্রকে ভালোবাসুন। বাইরের কারো সাথে ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। তাহলে আপনাদের সন্মান এবং আপনাদের প্রতি সহানুভূতি আরো বেড়ে যাবে।

anonymous
২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:৩৩ পূর্বাহ্ন

৫ই আগস্ট এর পর যত হিন্দু মারা গেছে সব রাজনৈতিক কারণে। হাসিনা সরকার ক্ষমতায় থাকতে এরা বিভিন্নজনকে রাজনৈতিক ভাবে বিরক্ত করছে অথবা মেরেছে।

Billal
২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:৪৮ পূর্বাহ্ন

বিশেষ কৌশলের অংশ হিসেবে সত্য বলেছেন।স্বার্থ রক্ষায় কৌশল অবলম্বন করা যেতেই পারে।হিন্দুদের আলাদা ভোটার তালিকার ব্যাপারে তারা কি বলতে পারেন? হিন্দুদের আলাদা মুসলমানদের আলাদা অন্য ধর্মের অনুসারীদের আলাদা ভোটার তালিকা?আলাদা সাংসদ? কয়দিন পরে হয়তো আলাদা দেশ! কেন রে ভাই আলাদা পতাকা উড়িয়ে সাম্প্রদায়িকতার বীজ বোপন করতে চান? এত যদি আলাদা ভোট থাকে সংসদে খারাইয়া যান?

মো: নূরুল আলম।
২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৬ পূর্বাহ্ন

A true Muslim can never hurt his neighbour. His religion strictly orders him to behave nicely with his neighbor, be he of any religion.

Ali imam
১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:০১ পূর্বাহ্ন

অবশেষে কথা তো সুন্দর ও সত্যি বলেছেন । কিন্তু হিন্দুদের জন্য আলাদা ভোটার তালিকা ও সংসদে সংরক্ষিত আসনের জন্য রেসিস্ট এন্ড ফেসিস্ট নরেন্দ্র মোদীর হস্থক্ষেপ চাইছেন কেন? এটা তো মোদীর নিজ দেশ না। মোদী তো নিজের দেশ ভারতেই সংখ্যা লঘুদের সুরক্ষা দিতে পারেন নাই। বর্তমানেও তো হিন্দুরা সংসদ সদস্য এমনকি মন্ত্রীও হচ্ছেন। অন্যদের মতো তারাও তো সমঅধিকার ভোগ করছেন। আশা করছি পরিস্কার করবেন।

মূসা
১০ নভেম্বর ২০২৪, রবিবার, ৪:০৯ অপরাহ্ন

আপনি সত্যি বলেছেন।

Shahed
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৫০ পূর্বাহ্ন

Tru

Shahed ahmed
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৪৬ পূর্বাহ্ন

নরেন্দ্র মোদি, আরএসএস, বিশ্বহিন্দু পরিষদের কাছে বাংলাদেশের হিন্দুদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু আমরা হতাশ। বাংলাদেশের হিন্দুদের নিয়ে বিজেপি সরকার ভাবে না। তারা বাংলাদেশ বলতে বোঝে শেখ হাসিনা, যার আমলে হিন্দুদের ওপর সীমাহীন নির্যাতন হয়েছে। ২০২১-এ পূজার সময় সাম্প্রদায়িক হিংসায় ১১জন হিন্দু খুন হন। একটি খুনেরও বিচার হয়নি।’

Hossain Ahmed
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৯ পূর্বাহ্ন

আপনি সত্য বলসেন। ধন্যবাদ।

Ramzan
৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২৮ পূর্বাহ্ন

এদেশের হিন্দুদের সম্পদ লুটপাট এবং এদের উপর হামলা মামলা এগুলো সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কাজ।

Syed Abdul awal
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৩:৪৯ অপরাহ্ন

হিন্দু মুসলিম বোদ্ধ খ্রখ্রিস্টান এটা কোনো পরিছয় না আমাদের পরিছয় সবাই বাংলাদেশী ধর্ম এবং বিশ্বাস এটা যার যার

Mizanur Rahman
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৪:১৪ পূর্বাহ্ন

প্রামাণিক দাদা সত্য কথার জন্য অশেষ ধন্যবাদ। আপনি সংখ্যালুঘুদের আসল নেতা। স্যালুট দাদা। আপনাকে।

নেয়ামুল হুদা খান
৩ নভেম্বর ২০২৪, রবিবার, ৯:৪৪ অপরাহ্ন

দাদার উপস্থাপনা সুন্দর। আমাদের এলাকায় জোর পুর্বক হিন্দুদের জমি/পুকুর দখল করতে যাওয়া মুসলিমদের আমরা কঠোর ভাবে প্রতিরোধ করেছিলাম। মুসলিম হয়েও আমরা তখন মুসলিমের পক্ষ নেইনি। সুতরাং হিন্দু-বদ্ধ-মুসলিম আমরা আগেও একাত্ব ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব।

মোহাম্মাদ ওসমান গনি
৩ নভেম্বর ২০২৪, রবিবার, ৩:৪১ অপরাহ্ন

ভারতের কথায় যারা নাচবে, তারা টার্ঘেট হবে। বাংলাদেশে ভারতের ফুটপ্রিন্ট চিরতরে নিশ্চিহ্ন করে দিতে হবে।

ছৈয়দ
৩ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:১০ পূর্বাহ্ন

বাংলাদেশের চরম শত্রুও নিরবে হলেও স্বীকার করবেন, বাংলাদেশে দু/একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। যা হয় তা হলো আওয়ামী লীগের কারসাজি। হিন্দু কিন্তু আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু অপ্রকান্তরে স্বীকার করেন যে তারা আওয়ামী লীগের বাইরে আসতে চাইলেও তাদের (আওয়ামী লীগের) চাপে আমরা কিছুই করতে পারিনে বরং তারা যা আমাদের বলে আমাদের সেই মত চলতে হয়।

shohidullah
৩ নভেম্বর ২০২৪, রবিবার, ৬:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্ৰকৃত দেশপ্রেমিক বাংলাদেশী। ওনার প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালবাসা রইল।

ইসলাম মিডিয়া কর্ণার
৩ নভেম্বর ২০২৪, রবিবার, ৪:২৭ পূর্বাহ্ন

হিন্দুরা নিজেদের পারিবারিক দ্বন্ধ, রাজনৈতিক বিরুদের ইস্যুকে কাজে লাগিয়ে নিজেদের মধ্যে হওয়া যে কোন ঘটনাকেও সাম্প্রদায়িক নির্যাতনের দাবি তুলে শেখ হাসিনা ও তার দলকে সুবিধা দিয়েছে। অথচ শেখ হাসিনার আমলেই হিন্দুরা বেশি যেমন স্বাধীনতা সুযোগ সুবিধা ভোগ করে তেমন নিগ্রহের স্বীকারও হয় আর তা আওমীলীগের লোকদের হাতেই। মুলত সত্যকে আড়াল করে বাড়তি সুবিধা নিতে অন্যের উপর দোষ চাপাতে অভ্যস্ত হয়ে গেছে

এমএস আলম
২ নভেম্বর ২০২৪, শনিবার, ৭:০৬ অপরাহ্ন

এই মতের হিন্দু ভাইরাই প্ৰকৃত দেশপ্রেমিক বাংলাদেশী। ওনার প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালবাসা রইল।

বীর বাংগালী
২ নভেম্বর ২০২৪, শনিবার, ৫:৫৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status