অনলাইন
আশুলিয়ায় গুলিবিদ্ধ লাশ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
(৭ মাস আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৬ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, শাহিদুলকে গতকাল বুধবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাজধানীর শাহবাগ থানায় এনে রাখা হয়। আজ সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়।
শাহিদুলের বর্তমান কর্মস্থল ছিল কক্সবাজার। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে আশুলিয়া ও সাভার থানায় লাশ পোড়ানোসহ কয়েকটি মামলায় রয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে ৫ই আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলন চলাকালে আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ লাশ পোড়ানোর ঘটনা ঘটে।
পাঠকের মতামত
এই জানোয়ার কে শাপলা চত্বরে বেঁধে রেখে জনতার হাতে ছেড়ে দেয়া উচিত
আমার বুঝে আসে না যে, একটা অমানুষ প্রকাশ্যে এধরণের নারকীয় একটা কাজ করেছে এবং তার বিচার পাওয়ার অধিকারের দোহাই দিয়ে সময়, শ্রম, অথ নষ্ঠ করার কি প্রয়োজন থাকতে পারে। এধরণের প্রমাণিত কুকুর গুলোকে সোজা দড়িতে ঝুলিয়ে দিলেই তো হয়! এরজন্য রাষ্ট্রের একটা গুলি খরচ করাও অপব্যয়ের সামিল।
এই ঘটনার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির আত্মীয় যে আশুলিয়া ডিবি ব্যতীত অন্য কোথাও চাকরি করেন না পুলিশ কনস্টেবল রেজাউল জড়িত আমি ভিডিও ফুটেছে তার ছবি দেখেছি ডিবি ইন্সপেক্টর এর পিছনেই সে ছিল কিন্তু তার বিরুদ্ধে কোন মামলাও হলো না তাকে গ্রেফতার ও করা হলো না এটা আমার বোধগম্য নয়।
গত ১৫ বছরে পুলিশ এবং প্রসাশনে নিয়োগ পাওয়া সকল বিষয় তদন্ত করে ব্যবথসা নিতে হবে।
সে এখনও চাকুরীতে বহাল!
ছেলেটার চেহারায় অনেকটা জানোয়ারের ছাপ আছে।
এ মানুষ রুপি আওয়ামী পশুটাকে সঠিক বিচারের মাধ্যমে শিক্ষা দিতে হবে