ঢাকা, ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

প্রবাস

শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে মুজুরি বাড়ছে মালয়েশিয়ায়

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(৩ সপ্তাহ আগে) ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:২২ অপরাহ্ন

mzamin

মালয়েশিয়ায় ২০২৫ সালের ফেব্রুয়ারি ১ তারিখ থেকে নিম্নতম মজুরি ১৫০০ রিঙ্গিত থেকে বেড়ে ১৭০০ রিঙ্গিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, ২০২৫ সালের জাতীয় বাজেট উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দিয়েছেন।

দেশটির সরকারি মুখপাত্র বারনামা সহ আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, এই পদক্ষেপটি মালয়েশিয়ার শ্রমিকদের জীবিকা উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্যনেওয়া হয়েছে, বিশেষ করে ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয় বৃদ্ধি মোকাবেলার ক্ষেত্রে।

তিনি আরো বলেন, নিম্নতম মজুরির বৃদ্ধির মাধ্যমে আমরা শ্রমিকদের জীবনমান উন্নত করতে চাই। আমরা কর্মচারীদের প্রয়োজন ও ক্ষুদ্র ব্যবসার অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।

পাঁচজনের কম কর্মচারী রয়েছে এমন ছোট ব্যবসাগুলোর জন্য নতুন মজুরি বাস্তবায়ন ছয় মাস পিছিয়ে দেওয়া হবে, যা ২০২৫ সালের আগস্ট ১ তারিখ থেকে কার্যকর হবে, যাতে তারা নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে নিতে সময় পায়।

এছাড়াও, মানবসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন কর্মক্ষেত্রে নতুন প্রারম্ভিক বেতন নির্দেশিকা জারি করবে, যাতে শিল্পের মান অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা যায়।

উদাহরণস্বরূপ, প্রোডাকশন ও ইন্ডাস্ট্রিয়াল টেকনিশিয়ানদের শুরুতেই বেতন হবে ২২৯০ রিঙ্গিত, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সর্বনিম্ন বেতন হবে ৩৩৮০ রিঙ্গিত এবং ক্রিয়েটিভ কনটেন্ট প্রফেশনালদের শুরুতেই বেতন হবে ২৯৮৫ রিঙ্গিত।

এই নির্দেশিকাগুলি ন্যায্য মজুরির একটি স্পষ্ট কাঠামো প্রদান করবে, বিশেষ করে এমন খাতগুলোতে যা আমাদের দেশের প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, বলে যোগ করেন আনোয়ার।

এই মজুরি বৃদ্ধিটি সরকারের বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য হলো মালয়েশিয়াকে একটি উচ্চ-আয়ের জাতিতে পরিণত করা এবং একই সাথে শ্রমিকদের কল্যাণ রক্ষা করা।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status