ঢাকা, ২০ জুন ২০২৫, শুক্রবার, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

অনলাইন

বিস্ফোরক অভিযোগ প্রাক্তন স্ত্রীর

জেলের অন্ধকার কুঠুরিতে একাকী দিন কাটছে ইমরান খানের

মানবজমিন ডিজিটাল

(৮ মাস আগে) ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২২ পূর্বাহ্ন

mzamin

পাকিস্তানের কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে  গুরুতর অভিযোগ তুলেছেন। জেমিমা দাবি করেছেন, তার প্রাক্তন স্বামীকে নির্জন কারাগারে রাখা হয়েছে এবং কর্তৃপক্ষ তার কারাগারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এমনকি তার ছেলেদের  সাপ্তাহিক কল করারও  অনুমতি ছিল না। এই মুহূর্তে দুদিনের এসসিও সম্মেলন আয়োজিত হচ্ছে পাকিস্তানে। আর সেই সময়ই এমন অভিযোগ আনলেন জেমিমা। শীর্ষ সম্মেলনের আগের দিনগুলোতে, কর্তৃপক্ষ ইমরান খানের শত শত সমর্থককেও গ্রেপ্তার করেছিল যারা ইসলামাবাদে মিছিল করার চেষ্টা করেছিল। 

১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইমরান খানের সাথে বৈবাহিক সম্পর্ক ছিল জেমিমা গোল্ডস্মিথের। ইমরানের প্রাক্তন স্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জেলে ব্যক্তিগত পরিদর্শন বন্ধের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করে তার দুই ছেলে সুলেইমান ও কাসিম খান যারা লন্ডনে থাকেন, তাদের সঙ্গে সাপ্তাহিক ফোন কলও করতে দেয়া হচ্ছে না ১০ সেপ্টেম্বর থেকে। আমরা জানতে পেরেছি তার সেলের আলো নিভিয়ে দেয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও কেটে দেয়া হয়েছে। কোনও সময়ই সেই সেলের বাইরে যাওয়ার অনুমতিও নেই তার। জেলের রাঁধুনিকেও ছুটিতে পাঠানো হয়েছে। উনি একাকী বন্দি রয়েছেন। একেবারে অন্ধকারে, বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন।  আইনজীবীরা তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’

জেমিমার আরও অভিযোগ, কেবল ইমরান নয়, তার পরিবারের অন্যান্য সদস্যদেরও হেনস্তা করা হচ্ছে। তার এক ভাগ্নে হাসান নিয়াজি যিনি একজন সাধারণ পাক নাগরিক, তাকে ২০২৩ সালের আগস্ট থেকে সেনার হেফাজতে রাখা হয়েছে।

সম্প্রতি ইমরানের দুই বোন ইজমা ও আলিমা খানকেও গ্রেপ্তার করা হয়েছে। এই দুজন বরাবরই তার গ্রেপ্তারি নিয়ে সরব ছিলেন। ২০২৩ সালের  ৫ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ৭২ বছর বয়সী ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status