বাংলারজমিন
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ নিহত ২
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, বুধবারচট্টগ্রামের হাটহাজারীতে দু’দিনের ব্যবধানে একই সড়কে মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আজওয়াদ মাহিন (১১) ও মো. জুয়েল (২৯) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম চারিয়া মাদ্রাসার সামনে হাটহাজারী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহিন পৌরসভার ৪নং ওয়ার্ড মধুমাহবুব বাড়ির বাসিন্দা কাঠমিস্ত্রি আলমগীরের পুত্র। তবে তারা ওই এলাকার আলহাজ আবু সৈয়দ ম্যানসনের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। এরআগে গত ১৩ই অক্টোবর, রোববার ওই সড়কের মুহুরীহাট এলাকায় প্রবাসী জুয়েল সড়ক দুর্ঘটনায় নিহত হন। জুয়েল উপজেলার গুমানমর্দন ইউপি বালুখালী গ্রামের মৃত ইছহাক মিয়ার পুত্র। জানা যায়, মঙ্গলবার সকালে খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের চারিয়া মাদ্রাসার সামনে রাস্তা পার হয়ে মাদ্রাসায় ঢোকার জন্য অপেক্ষা করছিল মাদ্রাসার ২য় জামাতের ছাত্র আজওয়াদ মাহিন। এ সময় নগরমুখী বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গত ২ দিন আগে একই সড়কে প্রবাসী জুয়েল সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তিনি বিগত ১৭ দিন পূর্বে মধ্যপ্রাচ্যের শারজা থেকে বাড়িতে ছুটিতে আসে। আগামী ১৯শে অক্টোবর তিনি মধ্যপ্রাচ্যের শারজায় চলে যাওয়ার কথা ছিল। পাঁচ ভাইয়ের মধ্যে জুয়েল সবার ছোট। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিব বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষার্থী মাহিনের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে লাশ মর্গে পাঠানো হয়েছে। গত দু’দিন আগে একই সড়কে জুয়েল নামে এক প্রবাসীর মৃত্যু হয়। গাড়ি চালানোর ক্ষেত্রে চালকদের আরও সচেতন ও রাস্তা পারাপারে জনসাধারণের সতর্কতা অবলম্বন করতে হবে।