ঢাকা, ৪ নভেম্বর ২০২৪, সোমবার, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ভ্যান ডাইককে ছাড়া জার্মানির বিপক্ষে কেমন খেলবে ডাচ্‌রা

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, সোমবারmzamin

দলের অন্যতম প্রাণভোমরা ভার্জিল ভ্যান ডাইক নেই। আগের ম্যাচে লাল কার্ডের ফলে শক্তিশালী প্রতিপক্ষ জার্মানির বিপক্ষে তাকে পাচ্ছে না নেদারল্যান্ডস। সর্বশেষ দেখায় জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থানও একদম গায়ে গায়ে। তবে শেষ ম্যাচে নেদারল্যান্ডস ড্র করেছে হাঙ্গেরির সঙ্গে। এই হাঙ্গেরি আবার গত মাসে জার্মানির কাছে ধরাশয়ী হয়েছে ৫-০ গোলে। এরমধ্যে জার্মান তারকা ডেনিস উন্দাভ গত ম্যাচেই করেছেন জোড়া গোল। নিজেদের মাঠে হওয়া এই ম্যাচে প্রায় সব দিক দিয়ে একটু এগিয়ে থাকবে জার্মানি। তবে ফিফা র‌্যাঙ্কিং বলছে ভিন্ন  কথা, সেখানে জার্মানির অবস্থান নেরদারল্যান্ডসের ৬ ধাপ নিচে। মিউনিখের অ্যালিয়েঞ্জ এরেনায় খেলা শুরু বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। জার্মাানির জন্য এই ম্যাচটা তেমন স্বস্তিরও হবে না। উয়েফা নেশন্স লীগে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ থ্রি’র শীর্ষে জার্মানি। তাদের ঠিক নিচে ৫ পয়েন্ট নিয়ে অবস্থান ডাচদের। যদি এই ম্যাচে কোম্যানের দল জিততে পারে তাহলে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপশীর্ষে চলে যাবে তারা। দুই দলই এখন পর্যন্ত খেলেছে ৩টি করে ম্যাচ। নেদারল্যান্ড ১ ম্যাচ জয়ের পাশাপাশি করেছে ২টি ড্র করেছে। জার্মানি জিতেছে ২ ম্যাচ। ড্র করেছে অন্যটা। নিজের ৭৭ ম্যাচের দীর্ঘ জাতীয় দলের ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন ভ্যান ডাইক। নেদারল্যান্ডস অধিনায়কের শূন্যতা এই ম্যাচে ভালোই ভোগাবে দলটিকে। ‘ডি মানশাফ্‌ট’ কোচ ইউলিয়ান নাগেলসমান দুই দলের শেষ মুখোমুখিতে ড্র নিয়ে বলেন, ‘ওদের রক্ষণভাগ দূর্গের মতো। আমরা পরের ম্যাচে আরো আক্রমণাত্মক খেলবো।’ জার্মানির সামনে দুর্ভেধ্য দেয়াল হয়ে দাঁড়ানো নেদারল্যান্ডস অধিনায়ক এই ম্যাচে থাকবেন না, ফলে এই ম্যাচে নিজেদের আক্রমণভাগের শক্তি দেখাতে তেমন হয়তো বেগ পেতে হবে না জার্মানদের। দু’দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৪৭ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ড্র হয়েছে ১৮ ম্যাচ। জার্মানি জিতেছে ১৭ ম্যাচ ও ডাচদের জয় ১২ ম্যাচে। ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আছে নেদারল্যান্ডস। তাদের অবস্থান ৭ নম্বরে, অন্যদিকে জার্মানির অবস্থান ১৩। সোমবার রাত ১২:৪৫ এ দুই দল মুখোমুখি হবে ।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status