ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বার্সেলোনার কাছে প্রায় ৪ কোটি টাকা পাওনা আগুয়েরোর!

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, রবিবার
mzamin

মাত্র ৫ মাসের জন্য বার্সেলোনার জার্সি গায়ে তোলেন আর্জেন্টাইন প্লেমেকার সার্জিও আগুয়েরো। তারপরই অসুস্থতার জন্য ফুটবলকে বিদায় জানান তিনি। ফলে ক্লাবের সঙ্গে চুক্তিও বাতিল হয় তার। চুক্তি বাতিলের প্রক্রিয়ার অংশ হিসেবে মোটা অঙ্কের অর্থ ২০২১ সাল থেকে পাওনা আছে বলে মামলা করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড, ২৯শে মে করা এই মামলা এখনও আদালতে চলমান। ক্লাবের সদস্যদের কাছে ২০২৩-২৪ মৌসুমের যে আর্থিক প্রতিবেদন পাঠায় বার্সা, সেই প্রতিবেদন থেকে একটি রিপোর্ট করেছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাওনা আদায়ে আগুয়েরোর মামলার ব্যাপারটি। সে মামলায় হারলে বার্সাকে ৩২ লাখ ডলারের সঙ্গে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা) মামলা চালানোর ব্যয়ভারও বহন করতে হবে। ম্যানচেস্টার সিটিতে ১০ বছর কাটিয়ে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তার চুক্তির মেয়াদ। কিন্তু নভেম্বরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত  আগুয়েরোকে হাসপাতালে নেওয়া হয়। তখন প্রাথমিকভাবে বলা হয়, মাস তিনেক মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। কিন্তু চিকিৎসকের পরামর্শে ৩৩ বছর বয়সেই ২০২১ সালের ডিসেম্বরে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি । গত প্রায় তিন বছরেও বার্সেলোনার সঙ্গে তার আর্থিক লেনদেনের সুরাহা হয়নি। ক্লাবের এবারের আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ লাখ ইউরো (প্রায় ৩২ লাখ মার্কিন ডলার) পাওনা আছে দাবি করে গত ২৯শে মে অভিযোগ দায়ের করেন আগুয়েরো। আর্থিক প্রতিবেদনের জন্য বিবেচিত সময়টুকু পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ক্লাব এখন স্থানীয় আদালতের নির্দেশনার অপেক্ষা করছে পরের পদক্ষেপের জন্য। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৪০০-র বেশি গোল জমা আছে আগুয়েরোর নামের পাশে। লিওনেল মেসির সঙ্গে থেকে ক্যারিয়ারের শুরুর দিকে জেতেন অলিম্পিক গোল্ড মেডেল।। ২০১২ সালে ম্যান সিটির ৪৪ বছরের প্রিমিয়ার লীগ শিরোপাখরা ঘোচানো মুহূর্তটা তো আগুয়েরোরই এনে দেওয়া। লীগের শেষ ম্যাচে সান্ডারল্যান্ডের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছিল, কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে তাই সিটিকে জিততেই হতো। এমন ম্যাচে যোগ করা সময়ের সিটিকে ৩-২ গোলে জেতানো গোলটি করেন আগুয়েরো। তারপর তো এখনো উড়ছে ম্যানসিটি।
বার্সার কাছে আর কারা টাকা পায়?
ইএসপিএন জানায়, ‘স্কোরস স্পোর্টস ম্যানেজমেন্ট’ নামের একটি কোম্পানি বার্সেলোনার কাছে প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পাওনা দাবি করেছে। গত বছর বার্সেলোনা থেকে উসমান ডেম্বেলের প্যারিস সেইন্ট জার্মেইন পিএসজিতে পাড়ি জমানোর মধ্যস্থতা করার অংশ হিসেবে এই পরিমাণ অর্থ পাওনা বলে দাবি করেছে কোম্পানিটি।
এই ব্যাপারটি আদালতে নিয়ে গেছে বার্সেলোনা। ওই কোম্পানিও মামলা লড়তে প্রস্তুত।
আগামী ১৯শে অক্টোবর বার্সেলোনার বার্ষিক সাধারণ সভা। এর আগে ক্লাবের সুনির্দিষ্ট সদস্যদের কাছে প্রতিবেদনটি পাঠানো হয়েছে। বার্ষিক সাধারণ সভায় এই প্রতিবেদনের নানা দিক নিয়ে প্রশ্ন বা মতামত জানাতে পারবেন ক্লাব সদস্যরা।
গত মৌসুমে প্রায় ১০ কোটি ডলার ক্ষতি হয়েছে বার্সেলোনার।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status