অনলাইন
তাঁতীবাজারের ঘটনায় যা জানা যাচ্ছে
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
রাজধানীর তাঁতীবাজার পূজা মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা পেট্রোল বোমা সদৃশ্য একটি বোতল ছুঁড়ে মারে। তবে সেটি বিস্ফোরিত হয়নি।
এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তারা হলো - আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)। ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েকজন।
ডিএমপির কোতয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান বলেন, তাঁতীবাজার পূজা মণ্ডপের পেছনে তিনজন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইকালে ধরে ফেলার সময় তারা ৪ জনকে ছুরিকাঘাত করে। ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা একটি পেট্রোল সদৃশ্য বোতল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে আসলে ঘটনা কি।আমরা জানার চেষ্টা করছি এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা। বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আটক তিন ছিনতাইকারীদের হাতে কাচি, ছুরি পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
পাঠকের মতামত
ছিনতাইকারীদের অন্য কোন উদ্দেশ্য ছিলো কি না কিংবা কারো কোন ইন্ধন ছিলো কিনা সেটি রিমান্ডে নিয়ে জানা দরকার।
এইসব ছিনতাইকারিদের জিঙ্গাসা করে নিশ্চিত হওয়া প্রয়োজন তারা রাজনৈতিক মদদপুষ্ট কিনা?
এদের কে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
We immediate strong action then everybody will be alart
তাদের কঠিন বিচার করা দরকার যাতে অন্য কেউ সাহস না পাই