অনলাইন
ঢামেকের গেটের সামনে পড়েছিল অজ্ঞাতনামা বৃদ্ধ, মৃত ঘোষণা
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৯ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধ পড়ে ছিল। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের আনসার সদস্য ইলিয়াস বলেন, ‘বাগান গেটের সামনে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে আমরা পড়ে থাকতে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে এলাকার লোকের মুখে জানতে পেরেছি তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।’
পাঠকের মতামত
হয়ত মানসিক রোগী ছিলেন। বাংলাদেশে লোক সংখ্যা সম্পদের তুলনায় এতে বেশি যে উন্নত দেশের মত সবার ঠিকানা পরিচয় ও সেবা নিশ্চিত করা সম্ভব নয় । তদুপরি সরকার গুলি সততার সঙ্গে দেশ চালায় নি । আমলারা ও দুর্নীতিবাজ। নতুবা পরিস্থিতির কিছুটা উন্নতি হত ।