কলকাতা কথকতা
পার্থ’র রাত কাটলো হাসপাতালে, অর্পিতা হাজতে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৪ জুলাই ২০২২, রবিবার, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৭ অপরাহ্ন

গ্রেপ্তার হওয়ার পর বিস্তর নাটকের শেষে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাত কাটালেন এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ১৮ নম্বর বেডে ইডির হেফাজতে। সারারাত প্রায় বিনিদ্র কেটেছে তাঁর। শুধু চা আর বিস্কুট খেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার রাত থেকে টেলিফোন করে পাননি। ইডি তাঁকে কম্যান্ড বা জোকা ইএসআই হাসপাতালে রাখতে চেয়েছিলো। কিন্তু, আদালতের নির্দেশে চাকরি কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়া পার্থ বাবুকে রাখা জয়েছে এসএসকেএমে। ছয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে তাঁর জন্য। উচ্চ রক্তচাপ, থাইরয়েড ও সুগারের রোগী পার্থ বাবু। তাঁর ক্রিয়েটেনিনের মাত্রা বেশি হওয়ায় তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। অন্যদিকে ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকার বেশি উদ্ধার হওয়ার পর পার্থর ঘনিষ্ঠ অভিনেত্রী-মডেল অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি শনিবার রাতে সিজিও কমপ্লেক্সে ইডির হাজতে রেখেছে। অর্পিতাকে তার আগে জোকা ই এস আই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ই এস আই হাসপাতালে অর্পিতা সংবাদ মাধ্যমকে বলেন, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে।