ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বাফুফে নির্বাচন

সভাপতি পদে তাবিথের প্রতিপক্ষ ‘অচেনা’ মিজান

স্পোর্টস রিপোর্টার
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার
mzamin

আগামী ২৬শে অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। চলছে বাফুফের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। প্রথম দিনে ২৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে সদস্য পদে ২০টি, সহ-সভাপতি পদে চারটি ও সিনিয়র সহ-সভাপতি পদে একটি মনোনয়ন বিক্রি হয়। গতকাল মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিনে ৫টি ফরম বিক্রি হয়েছে।  এরমধ্যে সভাপতি পদে দুটি ও সদস্য পদে তিনজন তাদের মনোনয়ন তুলেছেন। সভাপতি পদে তাবিথ আউয়ালের বিপরীতে প্রার্থী হচ্ছেন দিনাজপুরের এসএম মিজানুর রহমান চৌধুরী। খোঁজ নিয়ে জানা গেছে, দিনাজপুরের শহীদ ক্যাপ্টেন বীর উত্তম মাহবুবুর রহমানের ছোট ভাই তিনি।  
আসন্ন নির্বাচনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন প্রার্থী না হওয়ার ঘোষণা দেয়ার পরেই আলোচনায় আসেন তরফদার রুহুল মোহাম্মদ রুহুল আমিন। ঘটা করে সভাপতি পদে প্রার্থী হওয়ারও ঘোষণাদেন তিনি। এরপর আলোতে আসেন তাবিথ আউয়াল। সংবাদ সম্মেলন করে সভাপতি পদে নির্বাচন করার কথা বলেন বাফুফের সাবেক এই সহ-সভাপতি। তাবিথ প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ার পর থেকেই চুপসে যেতে থাবেন রুহুল আমিন। এরিয়ে চলতে থাকেন সংবাদ মাধ্যমকে। গতকাল মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিনেও তার খোঁজ মেলেনি। তবে তাবিথ ঠিকই সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করিয়েছেন। তাবিথ আউয়ালের পক্ষে ফরম তুলেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত ভুইয়া শাহীন। তাবিথের স্বশরীরে উপস্থিত না হওয়ার কারণ জানিয়ে শাহীন, ‘তিনি নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি, আমি সাধারণ সম্পাদক। তিনি আমার সভাপতি তাই আমি অফিসিয়াল প্রধান হিসেবে তার ফরম সংগ্রহ করেছি। তাছাড়া তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। পূজা উপলক্ষে তার ব্যস্ততাও থাকতে পারে।’ সভাপতি আরেক প্রার্থী মিজানুর রহমানের পক্ষে মনোনয়ন তুলেছেন সোহাগ নামের এক ব্যক্তি। এছাড়া সদস্য পদে গতকাল শফিকুল আজম ভূইয়া, শরীফ উদ্দিন ও মনজুরুল করীম। এর আগে মনোনয়পত্র সংগ্রহের প্রথম দিনে ২৫টি ফরম বিক্রি হয়।  সিনিয়র সহ-সভাপতির ফরম কিনেছেন বর্তমান সহ-সভাপতি ইমরুল হাসান, সহ-সভাপতির ফরম কিনেছেন সাবেক ফুটবলার ইকবাল হোসেন, রেডিয়্যান্ট ফার্মাসিটিক্যালসের চেয়ারম্যান এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী  ও কে স্পোর্টসের ফাহাদ করীম। এর মধ্যে ইকবাল সদস্য ফরমও কিনেছেন। বর্তমান কমিটির বেশ কয়েকজন সদস্য পদের জন্য মনোয়নপত্র তুলেছেন। তারা হলেন-হাজী টিপু সুলতান, মাহফুজা আক্তার কিরণ, জাকির হোসেন চৌধুরী, আমের খান, সত্যজিৎ দাশ রুপু। পুরনোদের মধ্যে সাবেক সদস্য আমিরুল ইসলাম বাবু এবারও সদস্য পদে ফরম তুলেছেন। গত বছর ভোট করে হেরে যাওয়া সিরাজগঞ্জের কামরুল হাসান হিলটন, পটুয়াখালীর আমিনুল ইসলাম মামুন সদস্য ফরম কিনেছেন। বাফুফের নির্বাচনে নতুন মুখগুলোর মধ্যে আলোচিত সাবেক তারকা ফুটবলার গোলাম গাউস এবং বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগের স্ত্রী তাসমিয়া রেজওয়ানা। প্রথম দিন ফরম তুলেছেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। শনিবার শেষ দিনে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রি। এক দিন বিরতি দিয়ে ১৩ ও ১৪ অক্টোবর মনোনয়ন দাখিল।

 

পাঠকের মতামত

নাসের শাহরিয়ার জাহেদী ; He was an MP from the 2024 Dummy Election from Jhenaidah-2 seat. He is the vice president of Jhenaidah District Awami League.

Bashir Ali
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৪:২৯ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status