ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

১৯ বছর পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি নেতা মালিক

স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৬:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিক। আগামী ১৩ই অক্টোবর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপি নেতারা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে নয়াপল্টন কার্যালয়ে যাবেন।  
দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় এমএ মালিক মানবজমিনকে বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার মায়ের শেষ ইচ্ছা ছিলÑ দেশের মাটিতে যেন তাকে কবর দেয়া হয়। কিন্তু শেখ হাসিনা সরকারের বাধায় আমার মায়ের মরদেহ দেশে নিতে পারিনি। এমন কি আমার বাবা ও ছোটভাইয়ের মরদেহও দেশে নিয়ে কবর দিতে পারি নাই। শেখ হাসিনা সরকার আমার পাসপোর্ট আটকে রেখেছিল। ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৮ বছর পর আমি পাসপোর্ট ফিরে পেয়েছি। এখন দেশে ফিরলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে- এটা ভেবে আমি খুবই এক্সাইটেড। 
এমএ মালিকের সফরসঙ্গী হিসেবে দেশে ফিরবেন ছাত্রদলের ইউরোপ শাখার সাবেক সভাপতি প্রভাষক খলিলুর রহমান খোকন। তিনি মানবজমিনকে জানিয়েছেন, ১১ই অক্টোবর যুক্তরাজ্যে থেকে রওনা দেবেন এমএ মালিক। ১২ই অক্টোবর সৌদি আরবে পৌঁছে পবিত্র ওমরাহ হজ পালন করবেন। সেখান থেকে ১৩ই অক্টোবর দুপুরের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। এরপর ঢাকায় চারদিন অবস্থান করে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ১৭ই অক্টোবর তিনি নিজের জন্মস্থান সিলেটে যাবেন। সেখানে দুই সপ্তাহ থাকবেন।
সর্বশেষ ২০০৫ সালে দেশে এসেছিলেন সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা বিএনপি নেতা এমএ মালিক। এরপর আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে দেশে ফিরতে পারেননি তিনি। ওয়ান-ইলেভেনের পর থেকেই যুক্তরাজ্যে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার বিরোধী নানা কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আলোচনায় ছিলেন সাবেক কেন্দ্রীয় এই যুবদল নেতা। ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সফরকালে ওয়াশিংটনে প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি। সেসময় কর্মসূচি প্রত্যাহার করার জন্য এমএ মালিককে আলোচনায় বসতে চায়ের দাওয়াত দেন শেখ হাসিনা। তা প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতির পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার প্রস্তাব দেন তিনি।
 

পাঠকের মতামত

বিএনপি নেতা মালিক বিদেশে বসে আর সুফিয়া খালা দেশে বসে হাসিনাকে তার আসলরুপে সম্বোধন করেছিলেন। মালিকের বাড়িঘর ভেঙ্গেছে লীগের লোকেরা সেটা আমরা জেনেছি কিন্তু সুফিয়া খালার কী হল তা আমরা জানতে পারি নাই।

চাচা
২৩ অক্টোবর ২০২৪, বুধবার, ১২:২৩ অপরাহ্ন

welcome

AKM Mahfuzunnabi
২১ অক্টোবর ২০২৪, সোমবার, ৩:২৬ অপরাহ্ন

আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।

আনিস উদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৪, সোমবার, ১:৪৯ অপরাহ্ন

হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদী এই সংগ্রামী যোদ্ধা কে জানাই সংগ্রামী শুভেচ্ছা। শহীদ জিয়ার পরিক্ষীত সৈনিক।

তাহের
১২ অক্টোবর ২০২৪, শনিবার, ৯:৪৩ অপরাহ্ন

সুস্বাগতম হে দেশপ্রেমিক

নাজিম
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:৫৩ পূর্বাহ্ন

সুস্বাগতম হে দেশপ্রেমিক নেতা !

Humayun Kabir
১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৯:১৮ অপরাহ্ন

অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ জনাব আব্দুল মালেক। অসম্ভব জনপ্ৰিয়ও তিনি। শুধু বি এন পি নয়, আওয়ামী লীগ ছাড়া প্রতিটি রাজনৈতিক দলের লোকদের কাছেও তিনি এক প্রাণ পুরুষ। তার নেতৃত্বের বদৌলতে শুধু ইংল্যান্ড নয়, সমগ্র ইউরোপ আর আমেরিকার মাঠিতেও বি এন পি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। শুভেচ্ছা স্বাগতম জনাব আব্দুল মালেক। আপনার দীর্ঘ নেক হায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করি।

G Ahmed
১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৭:৪২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status