খেলা
আদালতের রায়ে কে জিতলো, ম্যান সিটি নাকি প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ
স্পোর্টস ডেস্ক
৯ অক্টোবর ২০২৪, বুধবারগত সোমবার যুক্তরাজ্যের আর্থিক আদালতে ম্যানচেস্টার সিটির একটি মামলার রায় হয়। রায়ে বিবাদী ইংলিশ প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ বলছে তাদের পক্ষেই এসেছে রায়। অন্যদিকে বাদী ম্যান সিটির দাবি, রায়টা হয়েছে তাদের পক্ষে। এসোসিয়েটেড পার্টি ট্রানজেকশন (এপিটি) বিষয়ক এই মামলায় ম্যান সিটির বেশ কিছু আপত্তি খারিজ হয়। একইসঙ্গে লীগ কর্তৃপক্ষকেও প্রশ্নের মুখোমুখি করা হয়। প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষের একটি আর্থিক নীতির বিরুদ্ধে মামলাটি করে ম্যান সিটি। টানা চারবারের প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন সিটি আদালতের রায় শোনার পর স্বাগত জানিয়েছে। সিটি বলছে, ‘আদালতের রায়ে প্রমাণিত হয়েছে, আমরা লীগ কর্তৃপক্ষের আর্থিক নীতি নিয়ে যে আপত্তি জানিয়েছি, ওই নীতি বেআইনি এবং লীগ কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার করেছে।’ অন্যদিকে লীগ কর্তৃপক্ষের দাবি, ‘আদালতের রায়ে এটিই প্রমাণিত হয়েছে যে এসোসিয়েটেড পার্টি ট্রানজেকশন (এপিটি) বিধিটি দরকারি এবং ম্যানচেস্টার সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করা হয়েছে।’ ম্যান সিটি আদালতে গিয়েছিলে এপিটি নীতি নিয়ে। ক্লাবের মালিকদের ঘনিষ্ঠ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যেন বাজারমূল্যের ন্যায্যতা বজায় থাকে, সেটি নিশ্চিত করতেই করা হয় ওই নীতি। তবে এপিটির কারণে বাণিজ্যিক চুক্তি করার সময় কোম্পানিগুলো একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না দাবি করে মামলা করে সিটিজেনরা। সোমবার আদালত এ নিয়ে রায় দেয়ার পর সিটি নিজেদের বিজয়ী দাবি করে বিবৃতি দেয়। সেখানে তারা বলে, ‘আমাদের ক্লাব নিজেদের দাবিতে সফল হয়েছে। আদালতের কাছে এপিটি বিধিকে বেআইনি মনে হয়েছে। আর দু’টি স্পনসরশিপ চুক্তি নিয়ে প্রিমিয়ার লীগের সিদ্ধান্ত বাতিল হয়েছে।’ কেন নিজেদের বিজয়ী দাবি করছে, সেটির ব্যাখ্যায় প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, ‘আদালত এপিটি সিস্টেমের প্রয়োজনীয়তার পক্ষেই রায় দিয়ে ম্যানচেস্টার সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করে দেয়। এ ছাড়া আদালত এটাও বলেছে যে লীগের আর্থিক নিয়ন্ত্রণ কার্যকর রাখতে আইনটি প্রয়োজন।’ তবে এই মামলাটির আগে প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ ম্যান সিটির বিরুদ্ধে ‘আর্থিক নিয়ম লঙ্ঘনের ১১৫টি অভিযোগ’ করে রেখেছে। এখনো সে মামলার নিষ্পত্তি হয়নি। খেলা বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, আদালত তাদের রায়ে বলেছে, প্রিমিয়ার লীগের এপিটি সিস্টেম প্রতিযোগিতার কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এটিতে বেশ কিছু রদবদল দরকার। এর কিছু দিক বেআইনি এবং পুনর্নির্মাণ করা আবশ্যক। ম্যান সিটির মামলা নিউক্যাসল ইউনাইটেড, চেলসি এবং এভারটন কর্তৃপক্ষ কর্তৃক সমর্থিত ছিল। এর পক্ষে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, টটেনহ্যাম এবং ওয়েস্ট হ্যামও ছিল। সুতরাং এটি গুরুত্বপূর্ণ। বিচারক প্যানেল আরও বলেছে ‘এপিটির নিয়মগুলো বেআইনি... কারণ এই আইনের ফলে শেয়ারহোল্ডাররা সমস্যার মুখোমুখি হতে পারে।’ তবে আদালত এপিটি রাখার পক্ষে মত দিয়েছে।