প্রবাস
খেলোয়াড় হিসেবে মালয়েশিয়ায় পাচার: সিন্ডিকেট সহ ২১ বাংলাদেশি গ্রেফতার
আরিফুল ইসলাম, মালয়েশিয়া থেকে
(৫ মাস আগে) ৬ অক্টোবর ২০২৪, রবিবার, ১০:০৬ অপরাহ্ন
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুরের মালুরি থেকে খেলোয়াড় হিসেবে বিদেশিদের আনার অভিযোগে একটি সিন্ডিকেটের ২১ বাংলাদেশিকে আটক করেছে।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, গত ৩ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০.৩৮ মিনিটে অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন এ সিন্ডিকেট চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আটককৃত পুরুষদের মধ্যে দুজনের কাছে অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (পিএলকেএস) ছিল এবং অন্যজন স্পেশাল পাস নিয়ে অবস্থান করেছিল। তিনজনেরই বয়স ২১ থেকে ৩৩ বছরের মধ্যে।
দেশটির ইমিগ্রেশন মহাপরিচালকের উদ্ধৃতি দিয়ে বারনামা এবং ডেইলি সান আরো জানিয়েছে, "ইমিগ্রেশন দল ১৮টি বাংলাদেশি পাসপোর্ট, নগদ ৯৯০ রিঙ্গিত এবং প্রতিযোগিতার সময়সূচি সম্বলিত একটি আমন্ত্রণপত্র জব্দ করেছে, যা জাল বলে মনে করা হচ্ছে।
তিনি আরো বলেন, সিন্ডিকেটের বিশেষ টার্গেট ছিলো বাংলাদেশিদের, বিশেষ করে তাদের খেলাধুলার পোশাক পরা ছিলো। যার উদ্দেশ্য ছিলো ক্রীড়াবিদ হিসেবে দেখানো। এবং “কর্তৃপক্ষকে ফাঁকি দিতে মালয়েশিয়ায় প্রবেশের জন্য কথিত ম্যাচের একদিন আগে সিন্ডিকেটটি বাংলাদেশে ফেরার টিকিট এবং কুয়ালালামপুরের একটি বাজেট হোটেলে রুম বুক করে।
পত্রিকাটি আরো জানিয়েছে, “সিন্ডিকেটটি জনপ্রতি ২০০০ রিঙ্গিত থেকে ৫০০০ রিঙ্গিতের মধ্যে চার্জ করে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া। এছাড়া তিনি আরো যোগ করে বলেন, সিন্ডিকেটটি গত চার মাস ধরে কাজ করছে বলে মনে করা হচ্ছে।
দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং রেগুলেশন ৩৯(বি) এর ধারা ৬(৩), ১৫(৪) এবং ৫৬(১)(আই) এর অধীনে অপরাধ করার সন্দেহে সকল বাংলাদেশি নাগরিককে লেংগেং ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। এবং তদন্তে সহায়তা করার জন্য ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার জন্য দুই মালয়েশিয়ানকেও নোটিশ জারি করেছে দেশটির ইমিগ্রেশন।