অনলাইন
ভারত থেকে আমদানি হলো ২ লাখ ৩২ হাজার পিস ডিম
বেনাপোল (যশোর) প্রতিনিধি
(৮ মাস আগে) ৬ অক্টোবর ২০২৪, রবিবার, ৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৬ অপরাহ্ন

বেনাপোল বন্দর দিয়ে দুই লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ডিম আমদানি করা হলো। রোববার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম ভারত থেকে আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষণ শেষ করে ডিমগুলো যত দ্রুত সম্ভব ক্লিয়ারেন্স দেওয়া হবে বলে তিনি জানান।
কাস্টমস সূত্রে জানায়, আমদানি করা ১ হাজার ১০৪ প্যাকেজ ডিমের ইনভয়েস মূল্য ৯ হাজার ৯৬৯ ডলার। প্রতি ডজন ডিমের মূল্য দশমিক ৫৬ ডলার। সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় প্রায় ৫ টাকা ৭০ পয়সা। এ ছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের ওপর ৩৩ শতাংশ কাস্টমস ডিউটি বাবদ এক টাকা ৮৩ পয়সা যোগ হবে। সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াচ্ছে প্রায় সাড়ে ৭ টাকার মতো।
ঢাকার হাইড্রো ল্যান্ড সলুশান নামের একটি প্রতিষ্ঠান এই চালানে ২ হাজার ৩১ হাজার ৮৪০ পিস ডিম আমদানি করেছে। এসব ডিম রফতানি করেছে ভারতের শ্রী লক্ষ্মী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।
আমদানিকারকের পক্ষে ডিমের চালানটি ছাড় করার জন্য বেনাপোল কাস্টমস হাউসে কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল ।
বেনাপোলের প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল ডিমের পরীক্ষণ সম্পর্কে বলেন, ‘সংশ্লিষ্ট আমদানিকারকের কাগজপত্র পেয়েছি। এখানে ডিম পরীক্ষার কোনও যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের ওপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হবে। তা ছাড়া দৃশ্যমান কোনও সমস্যা থাকলে সে বিষয়ে খতিয়ে দেখা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার ওথেলো চৌধুরী বলেন, ডিমের চালানটি আজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। ডিম আমদানির ওপর ৩৩ শতাংশ কাস্টমসের ভ্যাট-ট্যাক্স রয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পাদনের পর পরীক্ষণ করা হবে। এরপর ক্লিয়ারেন্স দেওয়া হবে।
পাঠকের মতামত
দেখি এবার বাজারে ডিমের দাম কত হ?
এই দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেটের সেকর অনেক বিস্তৃত এবং অনেক গভীরে। এটা ভাঙ্গা অসম্ভব না হলেও অনেকটা কঠিন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ও নিরপেক্ষ হতে হবে।
why the hell that bloody Hydro land solusion imported from India???? bloody hell Boycott India & Boycott Hydro land solution
ঘরে ঘরে হাঁস মুরগির পালন করতে হবে
বয়কট ইন্ডিয়া
মুরগীর খাবারের দাম কমানোর ব্যবস্থা করলে ডিমের দাম এমনিতেই কমে যাবে। ভারতের চেয়ে আমাদের দেশে মুরগীর খাবারের দাম কেজি প্রতি ডাবল। সবার আগে উৎপাদন খরচের দিকে নজর দিতে হবে।
Give money to local farmers to start new farms. Food security must take priority. People will not die, if they do not eat eggs. People are really sick, you guys give cash and they give flood.
Harun Rashid ভারতে উৎপাদন বেশি, চাহিদার তুলনায়। তাই দাম কম এবং রপ্তানি করতে পারছে উদ্বৃত্ত উৎপাদিত ডিম।
ভারতে ডিমের দাম এতো কম হলে বাংলাদেশে ডিমের দাম প্রায় তিন গুণ বেশি কেন? সিন্ডিকেট কি ভাঙ্গা যায়নি?