ঢাকা, ৪ নভেম্বর ২০২৪, সোমবার, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘মানিকগঞ্জে পূজামণ্ডপে স্বেচ্ছাশ্রম দিবে বিএনপি’

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
৬ অক্টোবর ২০২৪, রবিবারmzamin

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, ‘ধর্ম যার যার বাংলাদেশ সবার। এখানে হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই। বিএনপি বিশ্বাস করে এবারের শারদীয় দুর্গাপূজার উৎসব বিগত দিনের চাইতেও আরও বেশি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনো দুষ্কৃতকারীরা যাতে পূজা উৎসবকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। প্রত্যেকটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো পাহারাদারের ভূমিকা পালন করবে। এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ।’
শুক্রবার সন্ধ্যায় শারদীয় দুর্গা উৎসব সফলভাবে  উদ্‌যাপনে সৌহার্দ্য, সমপ্রীতি, আন্তরিক সহযোগিতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি আয়োজিত  জেলার সকল পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহারের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সত্যেনকান্ত পণ্ডিত ভজন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ পূজা উদ্‌?যাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি বাসুদেব গোস্বামী, সাধারণ সম্পাদক অনির্বাণ কুমার পাল, এডভোকেট সুকুমার সরকারসহ চারটি সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status