ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
৫ অক্টোবর ২০২৪, শনিবার

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ তিসরী ইনসাফ দল। পৃথক পৃথক সংক্ষিপ্ত সমাবেশ থেকে দলগুলোর নেতারা ইসরাইলের বিষদাঁত ভেঙে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদ জানানোরও আহ্বান জানান। গতকাল জুমার নামাজের পর এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে জুমার নামাজের আগেই পুরানা পল্টন মোড়ে পুলিশ দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে দেন। ফলে পুরানা পল্টন থেকে মতিঝিলগামী যানবাহনগুলোকে ঘুরিয়ে দেয়া হয়। পুলিশের ছিল ব্যাপক উপস্থিতি। এপিসি এবং প্রিজন ভ্যান নিয়ে অবস্থান নেন তারা। পাশাপাশি ডিবিসহ সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলার সদস্যদেরও মোতায়েন করা হয়। প্রচণ্ড বৈরী আবহাওয়ার মাঝেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে ইসরাইল ও ভারতের বিরুদ্ধে বিভিন্ন সেøাগানে সেøাগানে রাজপথ মুখরিত করে তোলেন। ইসলামী আন্দোলনের মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বের হয়ে পল্টন মোড়ে পৌঁছলে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দেন। পরে মিছিলটি ঘুরিয়ে বায়তুল মোকাররমের দিকে এসে দৈনিক বাংলা গিয়ে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেটে লেবাননে ইসরাইলি বর্বরতা বন্ধ, ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সা.)কে নিয়ে বিতর্কিত ব্যক্তি রামগিরি মহারাজের কটূক্তি এবং বিজেপি নেতা নিতেশ রানে তা সমর্থন করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরকার, মুহাম্মদ হাসমত আলী, মুফতি ফরিদুল ইসলাম, ফজলুল হক মৃধা প্রমুখ বক্তব্য রাখেন। 
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর এবার দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইল স্থল অভিযান শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে। ফিলিস্তিন ধ্বংসের পর লেবাননে বিশ্বসন্ত্রাসী ইসরাইল বর্বরোচিত হামলা চালিয়ে পুনরায় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। মুসলিম দেশ ইয়ামেনেও বিমান হামলা করে নৃশংসতা চালাচ্ছে বিশ্ব হায়েনা ইসরাইল। ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ইসরাইলকে আধুনিক অস্ত্র দিয়ে মুসলিম হত্যাযজ্ঞে প্রকাশ্যে সহযোগিতা করছে। এর দ্বারা প্রমাণ করেছে ইঙ্গ-মার্কিনীদের অপপরাষ্ট্রনীতির অবৈধ সন্তান ইসরাইলকে দিয়ে পৃথিবীতে অশান্তির আগুন জালিয়ে রেখেছে মার্কিন গোষ্ঠী। ইসরাইলের বিষদাঁত ভেঙে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ নেই। মাদানী বলেন, জাতিসংঘ এবং ওআইসিকে মুসলিম দেশগুলোতে ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধে জরুরিভাবে উদ্যোগ নিতে হবে। সন্ত্রাসী ইসরাইল লেবাননে ও ইয়ামেনে বিমান হামলা চালিয়ে নির্বিচারে মুসলিম নারী-পুরুষ ও শিশুদের হত্যা করছে। এভাবে বার বার মানবাধিকার লঙ্ঘন করে ইসলাম ও মানবতার দুশমন হিংস্র হায়েনা ইসলাইলি গোষ্ঠী হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে। মুসলিম হত্যাযজ্ঞ বন্ধ করা না হলে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইলের নাম নিশানা মুছে ফেলা হবে।
ওদিকে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটের রাস্তায় বিক্ষোভপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। এতে নেতারা বলেন, আমেরিকায় মদতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইল হামলা চালাচ্ছে। তারা মুসলমানদের ভালো চায় না। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, রাষ্ট্রীয়ভাবে লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদ জানানো হোক। এ ছাড়া একই দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ তিসরী ইনসাফ দল।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status