ঢাকা, ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

আশুলিয়ায় কার্টনভর্তি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
৫ অক্টোবর ২০২৪, শনিবার

আশুলিয়ায় কার্টনে ভর্তি অজ্ঞাত এক নারীর মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার বাবুল মোল্লার হালিমের দোকানের পাশ থেকে দু’টি কার্টনের মধ্যে লাশের তিনটি খণ্ড উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে র‌্যাব সদস্যরা। এ ছাড়া নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডি পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে আলামত এবং নিহতের ফিঙ্গারের মাধ্যমে পরিচয় শনাক্ত করবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, কাঠগড়া এলাকায় একটি বন্ধ কাপড়ের দোকানের সামনে কে বা কারা রশি দিয়ে বাঁধা দুটি কার্টন রেখে যায়। দোকান মালিক বিকালে দোকান খোলার সময় কার্টন দুটি দেখতে পায়। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও কেউ কার্টনগুলো না নিতে আসায় দোকান মালিকের সন্দেহ হয়। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা কাটুন দু’টি খুলে অজ্ঞাত নারীর মাথাবিহীন তিন খণ্ড লাশ দেখতে পায়। এ ঘটনায়  দোকান মালিক ও স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে এসে কার্টন দু’টি জব্দ করে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের মাথা না থাকায় তাকে চেনা যায়নি। তবে তার পরনে গেঞ্জি এবং প্যান্ট ছিল। 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, কে বা কারা দুটি কার্টনে ভরে এক নারীর খণ্ডিত লাশ রেখে গেছে। আমরা ঘটনাস্থলে এসে পিবিআই এবং সিআইডিকে অবহিত করেছি। তারা আসলে নিহত নারীর পরিচয় শনাক্তসহ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও থেকে হত্যা করে লাশটি গুম করার উদ্দেশ্যে কাগজের কার্টনে করে ফেলে গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

আর কত অধঃপতন হবে বাঙালির। জানি এরা সমাজের খুবই নিম্নবিত্ত শ্রেনীর হতে পারে । অথবা ধনীর বখাটে সন্তান ! বিগত সরকারের আমলে মাস্তানদের প্র্শ্র্য়ের যে সংস্কৃতি ছিল তা দ দেখে দেখে যুব সমাজ এই ধরনের খুনে জড়িত হওয়ার প্রবণতা বেড়েছে । সমাজ কে ও ধ্বংস করে গেছে আওয়ামীলীগ।

Kazi
৫ অক্টোবর ২০২৪, শনিবার, ১:০০ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status