ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

আবারো লালকার্ড ব্রুনোর, পয়েন্ট খোয়ালো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

(৯ মাস আগে) ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:৩০ অপরাহ্ন

mzamin

ইউরোপা লীগের বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে ছিল ২ গোলে। তারপর ভোজবাজির মতো সব দান পাল্টে গেল। টানা ৩ গোলে এগিয়ে গেল প্রতিপক্ষ। পরে শেষ মুহূর্তে কোনো রকম হার এড়ানো গোল এক ডিফেন্ডারের। পোর্তোর বিপক্ষে আরেকটি হারের মুখোমুখি হওয়া থেকে ফেরত আসা এরিক টেন হাগ আরেকটু অপেক্ষা করার অনুরোধ করলেন সমর্থকদের। 
ম্যানইউকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে ম্যাচের গোড়ার দিকে। এই ম্যাচে আবারো লালকার্ড দেখেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। প্রতিপক্ষের খেলোয়াড়ের ওপর বুট তুলে টানা দ্বিতীয় ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেড মিডফিল্ডার । এর আগে ঘরের মাঠে টটেনহ্যামের সঙ্গে ম্যাচে লাল কার্ড খান তিনি।  তবে শেষ পর্যন্ত ডিফেন্ডর হ্যারি ম্যাগুয়ারের গোলে পর্তুগালের দ্রাগাও স্টেডিয়াম থেকে অন্তত ১টি পয়েন্ট নিয়ে ফেরত আসতে পেরেছে টেন হাগের দল।
পোর্তোর মাঠে মার্কাস রাশফোর্ডের ৭ম মিনিটের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ২০ তম মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে আরেকটু এগোয় দলটি। কিন্তু ২৭ মিনিটে পেপে ও ৩৪ মিনিটে সামু ওমরদিওনের গোলে সমতায় ফেরে পোর্তো। ৫০ মিনিটে ওমরদিওনের গোলে এগিয়েও যায় পোর্তো। ৯১ তম মিনিটে  হ্যারি ম্যাগুয়ারের গোলে সমতায় ম্যাচ শেষ করে ম্যানইউ।
চাপে থাকা ইউনাইটেড কোচ এরিক টেন হাগের সামনে ছিল ১০ ম্যাচে চতুর্থ হারের চোখ রাঙানি। এই ম্যাচ ড্রয়ে ইউনাইটেড কোচ টেন হাগের হাঁপ ছেড়ে বাঁচার কথা। পর্তুগালে ম্যাচটি খেলতে যাওয়ার আগে ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ৬ ম্যাচের মধ্যে মাত্র ২ জয়ে বেশ চাপে ছিলেন টেন হাগ। লীগ টেবিলে ১৩তম স্থানে নেমে গেছে তার দল। আর ইউরোপা লীগেও নিজেদের প্রথম ২ ম্যাচে জয়ের অবস্থানে থেকেও পয়েন্ট হারাল ইউনাইটেড। ৩৬ দলের পয়েন্ট টেবিলে ২১তম স্থানে রয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।
টেন হাগ অবশ্য এরপরও আস্থা রাখতে বললেন সমর্থকদের। ইউরোপা লীগের গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ডাচ কোচ মৌসুম শেষে তার পারফরম্যান্স বিচার করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সাফল্যের দেখা পাব। এই মুহূর্তে আমাকে বিচার করবেন না। সেটা মৌসুম শেষে করুন। আমরা উন্নতি করব। দুটি মৌসুমে আমরা ফাইনালের দেখা পেয়েছি। শুধু অপেক্ষা করুন, আমরা উন্নতি করব এবং দলও এগিয়ে যাবে।’

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status