অনলাইন
হিজবুত তাহরীর মিডিয়া সমন্বয়কারী আটক
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

হিজবুত তাহরীর মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপি জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইমতিয়াজ সেলিমকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট।
ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরো দুটি মামলায় আসামি তিনি।
পাঠকের মতামত
হিজবুত তাহরীর একটি বাতিল ফিরকা❗
হিযবুত তাহরির এর অপরাধটা কি ?
এদের কোথায় কোথায় কানেকশন আছে, রিমান্ডে নিয়ে বের করতে হবে। ধন্যবাদ।
সুন্নতি দাড়িই নাই।এরা তো ভন্ড,ইসলাম এর জন্য ক্ষতিকর
আবার নতুন নাটক নয়তো?
পিলখানা গনহত্যার প্রথম প্রতিবাদকারী হিযবুত তাহরীর নিষিদ্ধ করে যালিম হাসিনার আয়নাঘরের অত্যাচার সহ্যকারী দল কে আবারও ফ্যাসিবাদী কায়দায় গ্রেফতার মাধ্যমে প্রমাণিত হল ইউনুস সাহেবরা রিসেট নয় ফ্যাসিবাদ রিস্টার্ট করেছে। ছাত্র জনতাকে গনহত্যাকারী দের সীমান্ত অতিক্রম করে দেয় অথচ প্রতিবাদ কারীদের গ্রেফতার করে। ফ্যাসিবাদের দোসর রা হাসিনা ভারত পালিয়েছে তোমাদের জন্য বংগপসাগর রয়েছে।
ইসলামের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে।