খেলা
বাফুফে নির্বাচন
১৩৭ কাউন্সিলরের বিপরীতে আপত্তি ৪টি
স্পোর্টস রিপোর্টার
২ অক্টোবর ২০২৪, বুধবারআগামী ২৬শে অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। নির্বাচনের জন্য গত সোমবার ছিল ডেলিগেটদের নাম জমা দেয়ার শেষ দিন। জানা গেছে, এবার বাফুফে নির্বাচনের ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টি থেকে কাউন্সিলরের নাম জমা পড়েছে বাফুফেতে। মামলার কারণে জমা পড়েনি যশোর ও সাতক্ষীরার কাউন্সিলরের নাম। ১৩৭টি কাউন্সিলরের মধ্যে আপত্তি পড়েছিল ১৭টি। এরমধ্যে বাফুফে আমলে নেয় পাঁচটি। যার একটি আবার প্রত্যাহার করে নিয়েছেন আবেদনকারী। বাকি চারটির শুনানি হবে আজ। শুনানি শেষে আগামীকাল বাফুফের নির্বাহী কমিটির সভায় কাউন্সিলশিপের চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। ওইদিনের সভাতেই গঠিত হবে এবারে নির্বাচন কমিশন। জমা পড়া ১৩৭ কাউন্সিলর তালিকার সর্বাধিক ৬২টি জেলার। বিভাগের আছে ৮টি। বাংলাদেশ প্রিমিয়ার লীগের কাউন্সিলর ১০টি, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের ৫টি, প্রথম বিভাগের ১৮টি, দ্বিতীয় বিভাগের ৮টি, তৃতীয় বিভাগের ৮টি, নারী লীগের ৪টি, বিশ্ববিদ্যালয় ৬টি, শিক্ষা বোর্ড ৫টি এবং কোচেস এসোসিয়েশন, রেফারিজ এসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থার একজন করে কাউন্সিলরের নাম জমা পড়েছে। জমা পড়া ১৩৭ নামের ১৭ জনের বিপক্ষে আপত্তি জমা পড়ে। এরমধ্যে বাফুফে আমলে নিয়েছে পাঁচটি আপত্তি। তার মধ্যে গতকাল শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত তার দেয়া আপত্তি প্রত্যাহার করে নিয়েছেন। আপত্তি আছে এএফসি উত্তরবঙ্গ, সিদ্দিক বাজার এফসি, ফেনী ও গোপালগঞ্জের কাউন্সিলরশিপ নিয়ে। এই চারটি নিয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। আপত্তির শুনানি শেষে আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাহী কমিটির সভায় কাউন্সিলরদের নাম উত্থাপন করবে ভোটার তালিকা চূড়ান্ত করার জন্য। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচনের ভেন্যু হিসেবে আগেই নির্বাচন করেছিল বাফুফে। আগামীকালের সভায় মূলত নির্বাচন কমিশন গঠন হবে। ২০০৮-২০২০ বাফুফের বিগত চার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মেজবাহ উদ্দিন। এবার সেই পদে পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবি ফুটবলের বিভিন্ন পক্ষের। নির্বাচন কমিশন গঠনের পর সেই কমিশন সভা করে নির্বাচনী তফসিল ঘোষণা করবে। এখন পর্যন্ত দুইজন বাফুফের সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। একজন বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল, আরেকজন তরফদার মো. রুহুল আমিন। এরমধ্যে কাউন্সিলর হিসেবে তরফদার রুহুল আমিনের নাম চট্টগ্রাম আবাহনী থেকে জমা পড়েছে। তাবিথ আউয়াল কাউন্সিলর হননি। দেশের দুই জনপ্রিয় ক্লাবের মধ্যে মোহামেডানের কাউন্সিলর হয়েছেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং আবাহনীর কাউন্সিলর হয়েছেন ক্লাবটির পরিচালক কাজী এনাম আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লীগের টানা পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস থেকে কাউন্সিলর হয়েছেন তরিকুল ইসলাম চৌধুরী, ফর্টিজ এফসি থেকে শাহীন আহমেদ, ব্রাদার্স ইউনিয়ন থেকে ক্লাবটির সদস্য সচিব সাব্বির আহমেদ আরিফের নাম ফেডারেশনে কাউন্সিলর হিসেবে জমা পড়েছে। এ ছাড়া বাংলাদেশ পুলিশ এফসি থেকে কাউন্সিলর হয়ে এসেছেন ডিআইজি (রেলওয়ে) শেখ মো. রেজাউল হায়দার। ওয়ান্ডারার্স থেকে সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীন, ভিক্টোরিয়া স্পোর্টিং থেকে জামান, দিলকুশা স্পোর্টিং থেকে হাবিবুন নবী সোহেলের নাম কাউন্সিলর হিসেবে জমা পড়েছে। নোফেল স্পোর্টিং থেকে কাউন্সিলর হয়েছেন শাহিন। সম্প্রতি আরামবাগ ক্লাবের সভাপতি হয়েছেন তাবিথ আউয়ালের ছোট ভাই তাজওয়ার আউয়াল। আরামবাগের কাউন্সিলর হয়েছেন তিনি।
বাফুফে নির্বাচনে এবার প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছে নারী ফুটবল লীগের শীর্ষ চার ক্লাব। চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং ক্লাব থেকে বিসিবি’র পরিচালক মঞ্জুরুল আলম, রানার্স-আপ আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাব থেকে সোহেল কাউন্সিলর হয়েছেন। ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে এসেছেন বাফুফের সাবেক সদস্য আমিরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ থেকে গোলাম গাউস, ময়মনসিংহ বিভাগ থেকে আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, নড়াইল জেলা থেকে আশিকুর রহমান মিকু, বরিশাল বিভাগ থেকে আসাদুজ্জামান খশরুর নাম জমা পড়েছে। বরিশাল জেলা থেকে নাম পাঠানো হয়েছে মোস্তাফিজুর রহমানের। চট্টগ্রাম বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন বাফুফের সাবেক সহ-সভাপতি সামসুল ইসলাম চৌধুরী।