খেলা
দুবার লিড নিয়েও জিততে পারলো না মায়ামি
স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারদুবার এগিয়ে গেল ইন্টার মায়ামি, দুবারই সমতা ফেরালো আটলান্টা ইউনাইটেড। বদলি হিসেবে নেমে মায়ামি অধিনায়ক লিওনেল মেসিও করতে পারলেন না বিশেষ কিছু। মায়ামিও শেষ পর্যন্ত জিততে পারেনি। গতকাল মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে মায়ামি। এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মায়ামি, ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। আগের ম্যাচেই চোট কাটিয়ে ফিরেছেন লিওনেল মেসি। তবু এদিন শুরুর একাদশে তাকে রাখেননি মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো। এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হবে দলকে, এজন্যই কোচের এই সতর্কতা। মেসির দুই বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ ও জর্ডি আলবাকেও দ্বিতীয়ার্ধে মাঠে নামান কোচ। সার্জিও বুসকেটস ছিলেন না চোটের কারণে। দলের এতগুলো গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও শুরুটা ভালো করে মায়ামি। ২৯তম মিনিট হন্ডুরাসের মিডফিল্ডার দাভিদ রুইস এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে জর্জিয়ান উইঙ্গার সাবা লবজানিদজের গোলে সমতায় ফেরে আটলান্টা। তিন মিনিট পরই লিওনার্দো কাম্পানার গোল আবার এগিয়ে দেয় মায়ামিকে। এর পরপরই মাঠে নামে মেসি। প্রতিপক্ষ দলের হলেও তুমুল উল্লাসে তাকে স্বাগত জানান আটলান্টার মাঠের দর্শকেরা। মাঠে নামার একটু পরই মেসির একটি শট ঠেকিয়ে দেন আটলান্টা গোলকিপার। ৮৪তম মিনিটে দলকে সমতায় ফেরান আলেক্সি মিরানচুক। ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে এই মৌসুমেই আটলান্টায় আসা রুশ ফরোয়ার্ডের মেজর লীগ সকারে প্রথম গোল এটি।