ঢাকা, ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

শ্রীলঙ্কায় ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারmzamin

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের মেয়েদের দাপট চলছেই। আগামী মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ সিরিজ বাংলাদেশের। তাই ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের খেলোয়াড়রাই খেলছেন। তাদের প্রস্তুতিটাও হচ্ছে দারুণ। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সহজে জিতলেও গতকাল চ্যালেঞ্জের মুখে পড়ে টাইগ্রেসরা। যদিও বোলারদের কল্যাণে সেই চ্যালেঞ্জ উৎরাতে পেরেছে রাবেয়া খাতুনের দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এটা বাংলাদেশের টানা তৃতীয় জয়। দুই ম্যাচ হাতে রেখে সিরিজ বাগিয়ে নিয়েছে সফরকারীরা।
গতকাল সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রান করে বাংলাদেশ। সেটা ডিফেন্ড করতে নেমে স্বাগতিকদের ৮৭ রানেই আটকে রাখেন রাবেয়া-জাহানারারা। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেট আর দ্বিতীয়টিতে ১০৪ রানে জেতে বাংলাদেশ। রান তাড়ায় পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ৩০ রানের আগে আরও এক উইকেট হারায় তারা। সেই চাপ থেকে আর বের হতে পারেনি স্বাগতিকরা। এরপর কৌশিনি নুথিয়াঙ্গা ও নিলাকশানা সান্দামিনি প্রতিরোধের চেষ্টা করেন। দু’জনের জুটিতে আসে ২৬ রান। তবে তাদের চেষ্টাতে কেবল হারের ব্যবধানই কমেছে। নুথিয়াঙ্গা ২৩ ও সান্দামিনি করেন ২২ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রাবেয়া, মারুফা আক্তার ও নাহিদা আক্তার। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইতিবাচক শুরুর আভাস দেন দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী। তৃতীয় ওভারে রান আউট হয়ে ফেরেন দিলারা। তার ব্যাট থেকে আসে ১০ বলে ১৩ রান। উদ্বোধনী জুটিতে আসে ১৭ বলে ২৮ রান। ইনিংসে এটিই সর্বোচ্চ জুটি। আর কোনো জুটিতে ২০ রান আসেনি। ২১ বলের ইনিংসে ৪টি চার মারেন সাথী। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু নিগার সুলতানা জ্যোতি (১৭ বলে ১২) ও ঋতু (৩৩ বলে ২৫*)। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নেন মালশা শেহানি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী ‘এ’ দল: ২০ ওভারে ৯৭/৯ (দিলারা ১৩, সাথী ২৬, নিগার ১২, ঋতু ২৫*। মাদারা ৪-০-৩০-১, মাদুশানি ৪-০-১৯-২, মালশা ৪-০-১২-৪, থারুকা ৪-০-১২-১, শ্রীলঙ্কা নারী ‘এ’ দল: ২০ ওভারে ৮৭/৮ (সান্দিপানি ১২, নুথিয়াঙ্গা ২৩, সান্দামিনি ২২,  মারুফা ৪-০-১৬-২, নাহিদা ৪-০-১৬-২, সুলতানা ৪-০-২০-১, রাবেয়া ৪-০-২২-২, ফাহিমা ৪-০-১৩-১)
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ নারী ‘এ’ দল ৩-০ তে এগিয়ে

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status