ঢাকা, ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

কাউন্সিলর চেয়ে চিঠি দিয়েছে বাফুফে

স্পোর্টস রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারmzamin

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) চলছে নির্বাচনের তোড়জোড়। ২৬শে অক্টোবরের নির্বাচনের জন্য অধিভুক্ত সংস্থাগুলোতে প্রতিনিধি মনোনয়নের নাম চেয়ে চিঠি দিয়েছে বাফুফে। নিজ নিজ সংস্থা সভার মাধ্যমে কাউন্সিলরের নাম চূড়ান্ত করে আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে বাফুফেতে পাঠাতে হবে। নির্বাহী কমিটির চার বছর মেয়াদে অনেক সময় বাফুফে নান লীগ আয়োজন করতে পারে না। অনেক টুর্নামেন্টে কিছু ক্লাব/সংস্থা অংশগ্রহণও করে না। এ কারণে প্রতি নির্বাচনের আগে নির্বাহী কমিটির সভায় ঠিক করা হয় কোনো কোনো সংস্থা, প্রতিষ্ঠান কাউন্সিলরশিপ পাবে সেই তালিকা চূড়ান্ত করে। বিগত সময়ে এই চর্চা হলেও এবার নির্বাহী কমিটিতে এই সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি।
তবে গুঞ্জন আছে, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের পাশাপাশি শেখ রাসেল ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব আসন্ন নির্বাচনে কাউন্সিলরশিপ তালিকায় নেই। শনিবার আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এর পরদিনই কাউন্সিলর চেয়ে চিঠি ও ফরম প্রেরণ প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। সাধারণত ক্লাব, জেলা, সংস্থায় কুরিয়ার মারফত এই চিঠি পাঠানো হয়। তবে এবার কয়েকজন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলরশিপের চিঠি বাফুফে ভবন থেকে সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
বাফুফের নির্বাচনে ৬৪ জেলা, ৮ বিভাগ, প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নশিপ লীগ, প্রথম বিভাগের সকল ক্লাবের পাশাপাশি সর্বশেষ দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লীগের শীর্ষ ৮ ও ৬ ক্লাব ভোটাধিকার পায়। সর্বশেষ এজিএমে নারী লিগের শীর্ষ চার ক্লাবও ভোটাধিকার পেয়েছে। ক্লাব, জেলার পাশাপাশি কয়েকটি বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, কোচেস এসোসিয়েশন, রেফারিজ এসোসিয়েশন, মহিলা ক্রীড়া সংস্থারও ভোটাধিকার রয়েছে। এ ছাড়া নিজ নিজ সংগঠনের মনোনয়ন পাওয়া কাউন্সিলররা বাফুফে নির্বাচনে ভোটাধিকার পান। তাদের ভোটের মাধ্যমেই ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচিত হয়।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status