ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের একাদশ সাজিয়ে দিলেন ব্র্যাড হগ

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৪ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতের একাদশ। এ নিয়ে নিজের পছন্দ জানালেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হগ। হগের দলে প্রত্যাশিতভাবেই আছেন রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, রবীন্দ্র জাদেজা। তবে সাবেক অজি স্পিনারের একাদশে নেই ভারতের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল। রাহুলের পরিবর্তে হগের পছন্দ ভারতের সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে পারফর্ম করা সরফরাজ খান। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের দুই ইনিংসেই পেয়েছেন ফিফটি। এরপর নিজের দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেও সিরিজের শেষ ম্যাচে আবার খেলেন ৫৬ রানের ইনিংস। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিরিজের প্রথম টেস্টে খেলছেন না সরফরাজ।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের ১৬ সদস্যের দলের একমাত্র সরফরাজকেই দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের স্কোয়াডে রাখা হয়েছে। সরফরাজ খেলবেন ভারত ‘বি’ দলের হয়ে। দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড শুরু ১২ই সেপ্টেম্বর, শেষ ১৫ই সেপ্টেম্বর। আর চেন্নাইয়ে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ১৯শে সেপ্টেম্বর শুরু হবে। এই সিরিজের আগে ভারতের ক্যাম্প শুরু ১২ই সেপ্টেম্বর। অর্থাৎ ক্যাম্পেও থাকছেন না সরফরাজ।

অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার হগ একাদশে দেখতে চান অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্তকে। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের ডিসেম্বর, মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। ঢাকা থেকে দেশে ফেরার কয়েক দিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই বাঁহাতি, সংশয় ছিল ক্রিকেটে ফেরা নিয়েও। তবে সেসব শঙ্কা কাটিয়ে এখন তিনি আবার মাঠে ফিরেছেন। স্পিনার হিসেবে হগের পছন্দ কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। সঙ্গে জাদেজা তো আছেনই। পেসার হিসেবে তার পছন্দ মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি ম্যাচ খেলা এই ক্রিকেটার বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের যে একাদশ আমার পছন্দ- ওপেন করবেন জয়সোয়াল ও রোহিত। গিল খেলবেন তিনে, রোহিত চারে, ডানহাতি বাঁহাতি কম্বিনেশন ধরে রাখতে জাদেজা খেলবে পাঁচ নম্বরে। এরপর সরফরাজ খান ও পন্ত আছেন। বোলারদের মধ্যে আছে অশ্বিন, কুলদীপ যাদব, সিরাজ ও বুমরা।’

 


 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status