ঢাকা, ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

ইলিশ চেয়ে চিঠি

একটি দল ছাড়া সবাই উগ্রবাদী ভারতের এমন মনোভাবের পরিবর্তন চান পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৯:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩২ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারতীয় উদ্বেগ নাকচ করে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। কোনো দলের না না নিয়ে তিনি বললেন, ‘শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী’-তাদের (ভারতের) এমন মনোভাবের পরিবর্তনটা জরুরি। উপদেষ্টা ভারতের রাজনৈতিক নেতৃত্বের ‘আওয়ামী লীগ প্রীতি’র প্রতি ইঙ্গিত করেন। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকের সঙ্গে আলাপে তিনি এ নিয়ে কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে জানানো হয়েছে, ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্র সফররত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। জবাবে উপদেষ্টা বলেন, আমার মনে হয় তাদের এই ন্যারেটিভ পরিবর্তন করা প্রয়োজন। বাংলাদেশে একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী। এ ধরনের একটা ন্যারেটিভ প্রচার করা হচ্ছে দেশটির মিডিয়াতে। আমি মনে করি, এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন। তৌহিদ হোসেন বলেন, দ্বিতীয় কথা হলো- আমাদের কাছে যে তথ্য আছে এখানে উগ্রবাদীরা বিরাট কিছু করে ফেলছেÑ এ রকম না। সরকারে যারা আছেন তাদের কারও এ ধরনের কোনো এজেন্ডা নেই, এরকম কোনো ব্র্যাকগ্রাউন্ড নেই। আমার মনে হয়, তাদের এ বক্তব্য থেকে বের হয়ে আসা প্রয়োজন। এটা দু’দেশের সম্পর্কের জন্য ভালো হয়।

পূজায় ইলিশ চায় ভারত, উপদেষ্টা যা বললেন-

এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে ইলিশ রপ্তানির জন্য চিঠি পাঠিয়েছে ভারতের ফিস ইমপোর্টার এসোসিয়েশন। ইলিশ চেয়ে পাঠানো চিঠিটি উপদেষ্টার হাতে পৌঁছেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমি ১৫ মিনিট আগে কাগজটা দেখেছি এবং আমি বলেছি যে, এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে। আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নেই না। ইলিশ চেয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন বিষয়ে ফিস ইমপোর্টার এসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ গণমাধ্যমকে বলেন, আমরা প্রত্যেক বছর পুজোর আগে একটা চিঠি দিই। যেন বাংলাদেশ থেকে পুজোর আগে ইলিশ পাঠান। এই বছর আগস্টে তো ঝামেলা হলো বাংলাদেশে। সেই কারণে আমরা আগস্ট মাসে চিঠি দিইনি। এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। সবকিছু স্বাভাবিকের দিকে এগোচ্ছে বলে আমরা একটা আবেদন করেছি। তিনি বলেন, আমরা বিভিন্ন দপ্তরে ই-মেইল পাঠিয়েছি। কমার্স সচিব, এডভাইজার তৌহিদ সাহেব সবাইকে চিঠি পাঠিয়েছি যাতে প্রত্যেক বছরের মতো এ বছরও পুজো উপলক্ষে ওনারা আমাদের ইলিশ দেন। আনোয়ার মাকসুদ বলেন, বাংলাদেশের ইলিশ না আসায় বাজারে ইতিমধ্যেই চাহিদা সৃষ্টি হয়েছে। ফলে দামও কিছুটা বেশি আছে। যে মাছ হাজার বারোশ’ রুপিতে বিক্রি হয়, সেই মাছ দেড় থেকে দুই হাজার রুপিতে বিক্রি হচ্ছে। তাছাড়া এপারের বাঙালিদের কাছে বাংলাদেশের পদ্মার ইলিশের বরাবর একটা চাহিদা আছে। দাম বেশি হলেও ক্রেতারা কেনে। আমরা আশা করি এই ঝামেলার মধ্যেও পুজোর সময় ওনারা আমাদের ইলিশ দেবেন। বাঙালির পাতে ইলিশ থাকবে না সেটা ভাবাই যায় না।

পাঠকের মতামত

আমাদের ইলিশ ভাজা খাওয়া শেষে যে কাটা থাকে তাতে চলবে দাদারা?

সুতা কাটা ঘুড়ি
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:১৪ অপরাহ্ন

উগ্রবাদিধের ইলিশ মাছ খেতে মজা!

Imtiaz Azim
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:১৫ অপরাহ্ন

এবার না হয় তেলাপিয়া দিয়েই উৎসবটি সেরে ফেলুন। দামেও সস্তা, খেতেও নেহায়েত মন্দ নয়। এদিকে আমরা একটু আপনাদের মতিগতি বুঝি। আসছে বছর দেখি কি করা যায়।

Firoz
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:১০ অপরাহ্ন

পানি দেও

fazlul karim bhuiyan
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:২৭ অপরাহ্ন

উগ্রবাদ, উগ্রবাদী এসব আসলে তেমন কিছু না এগুলো হচ্ছে বাংলাদেশকে চাপে রাখার কৌশল মাত্র। পরিস্কার কথা ভারত যদি মনে করে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবে এক্ষেত্রে ছাড় দেওয়ার বা নরম করে কথা বলার কিছু নাই। জনগণের মতামতকে উপেক্ষা করে তাদের ইচ্ছে মতো একটা সরকার ক্ষমতায় বসিয়ে রেখে ভারত বহু ভাজা মাছ খাইছে, আর না।

দয়াল মাসুদ
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:১৮ অপরাহ্ন

মাত্র তো কদিন হল ত্রিপুরার বাঁধ খুলে ভয়াবহ বন্যায় বাংলাদেশের পূর্বাঞ্চল ভাসিয়ে দিলেন। এখনো অনেক জায়গা পানিতে তলিয়ে আছে। সে খানে ইলিশের চাষ হবে। অপেক্ষা করুন ইলিশ বড় হলে দেব।

আমান
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:০১ অপরাহ্ন

বিনিময় হতে পারে। আপনারা হাসিনকে দেন, আমরা ইলিশ দেবো।‌

Andalib
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৩ পূর্বাহ্ন

give tista,will give you hilsha

tex-nonokota
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশে কোন উগ্রবাদের উত্থান ঘটেনি। বরং ভারতে একটি উগ্র হিন্দুত্ববাদী দল ক্ষমতায়, যাদের হাতে সংখ্যালঘুরা প্রতিনিয়ত নির্যাতীত হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুরা ভাল আছেন।

গোলাম
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩১ পূর্বাহ্ন

দাদাদের কোন পণ্যের চাহিদা তাদের দেশে বেড়ে গেলে বা একটু ঘাটতি হলে তারা রপ্তানি বন্ধ করে দেয়। আমার দেশের ইলিশ চাহিদার তুলনায় অপ্রতুল। তাই আমার দেশে ইলিশের চাহিদা মেটানোর পর যদি ইলিশ থাকে তাহলেই রপ্তানি করা যেতে পারে। আমার দেশের মানুষ ইলিশ খেতে পারবে না আর অন্য দেশের মানুষ ইলিশ খাবে সেটা হতে পারে না।

Manik Mia
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৪০ পূর্বাহ্ন

এখন হাত পেতে চাও কেন? দেখ এবার কেমন লাগে।একটা ইলিশও দেয়া যাবে না

Ohab Abdullah
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশের খবর কি ভাবে ভারতের মিডিয়া যায়?

Abdul bari
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশের মানুষ উগ্রবাদী। সংখ্যালোগোদের আক্রমণ কারী। তাই এদেশের ইলিশে তাদেরই হাতে ধরা খাওয়া যাবে কি বাবুরা?হাসিনা তো পূজার আগে সাগরের মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়ে ভারেতর জেলেদের সুযোগ করেদিত ইলিশ ধরার জন্য

Mozammel Hoque
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:১১ পূর্বাহ্ন

বিনে পয়সায় পানি দিয়ে বিনময়ে ইলিশ! শশুর বাড়ির আবদার!! No more Hilsha, please.

মাসউদ
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:৫৪ পূর্বাহ্ন

প্রিয় প্রতিবেশী! আপনারা কেবল নিজের স্বার্থটাই ভাল বুঝেন অন্যেরটা নয়। ছি: আপনাদের স্বার্থপরতা আমাদের বড়ো বেশী লজ্জিত করে!!

হেলাল নির্ঝর
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:১৬ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status