দেশ বিদেশ
এফবিসিসিআই সভাপতির পদত্যাগ, প্রশাসক নিয়োগ
অর্থনৈতিক রিপোর্টার
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেছেন। বুধবার ই-মেইলের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র পাঠান বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। মাহবুবুল আলম সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে সংগঠনটির পর্ষদ ভেঙে দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরীর সই করা এক আদেশে বলা হয়, প্রশাসক ১২০ দিনের মধ্য একটি ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। গত বছরের ২রা আগস্ট এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সভাপতি হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম। দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় তাকে সরে যেতে হলো।
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা মাহবুবুল আলম ই-মেইলে বাণিজ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে এফবিসিসিআই’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান জাফর ইকবাল জানিয়েছেন। ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রে ‘অসুস্থতাজনিত কারণে’ ইস্তফা দেয়ার কথা বলেছেন মাহবুবুল আলম। তিনি পদত্যাগ করার পর বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়ে নিজেকে এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি দাবি করেন।
তার ওই দাবি প্রত্যাখ্যান করে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, সভাপতির পদত্যাগের পরে আমিন হেলালী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিজেকে দাবি করার পেছনে বোর্ড পুনর্গঠন সংক্রান্ত কোনো তথ্য প্রমাণাদি উপস্থাপন করা হয়নি এবং তার প্রেরিত পত্রটি তারিখের দিক থেকে ত্রুটিপূর্ণ। সংগঠনটি সার্বিকভাবে পরিচালিত হচ্ছে না, তাই পর্ষদ ভেঙে দেয়া আবশ্যক।
এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্যিক সংগঠন। এ সংগঠনের কার্যক্রমে অস্থিরতা বা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার মতো বিশেষ পরিস্থিতি তৈরি হলে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭(১) ধারা অনুযায়ী সরকার ‘ব্যবসা, শিল্প, বাণিজ্য, সেবাখাতের স্বার্থে’ নিবন্ধিত সংগঠনের পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসাতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে আছেন। নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় গত ৮ই আগস্ট। এরপর থেকেই এফবিসিসিআই পর্ষদের কয়েকজন সদস্যসহ সাধারণ সদস্যদের একাংশ ফেডারেশনের নেতৃত্ব বদলে তৎপর হয়ে ওঠেন। তাদের সঙ্গে এফবিসিসিআই’র বিএনপিপন্থি সাবেক নেতারাও যুক্ত হন। এফবিসিসিআই’র বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে গত মাসে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে চিঠি দেন আবুল কাসেম হায়দারসহ বেশ কয়েকজন ব্যবসায়ী।
এর আগে ২০২৩ সালের ২রা আগস্ট চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে মাহবুবুল আলম এফবিসিসিআই’র বোর্ড অব ডিরেক্টর এবং ২০২৩-২০২৫ সালের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন।