খেলা
শততম ম্যাচে গোল
চার্লটন আর রুনিকে মনে করালেন কেইন
স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারএটি ছিল ইংল্যান্ডের জার্সিতে তার শততম ম্যাচ। সেটা দারুণ ভাবে রাঙান অধিনায়ক হ্যারি কেইন। নেশনস লীগে ফিনল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয়ে জোড়া গোল করেন এই ফরোয়ার্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে বি লীগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইংল্যান্ড। ম্যাচের দুটি গোলই আসে বিরতির পর। ৫৭তম মিনিটে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন কেইন। এরপর ৭৬তম মিনিটে ননি মাদুয়েকে তাকে ডি-বক্সে খুঁজে নেওয়ার পর প্রথম ছোঁয়ায় গোল করেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার। ইংল্যান্ডের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে শততম ম্যাচে লক্ষ্যভেদ করলেন তিনি।
এর আগে প্রথম ফুটবলার হিসেবে ইংল্যান্ডের জার্সিতে ১৯৭০ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে নিজের ১০০তম ম্যাচে গোল করেন ববি চার্লটন। আর কেইনের আগে সর্বশেষ স্লোভেনিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন ওয়েইন রুনি। এদিন ম্যাচ শুরুর আগে কেইনকে স্মারক সোনালি টুপি উপহার দেওয়া হয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ক্যারিয়ারের বিশেষ ম্যাচটি ৩১ বছর বয়সী তারকা খেলেন সোনালি বুট পায়ে। ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা কেইনের ১০০ ম্যাচে গোল বেড়ে হলো ৬৮টি। তার নামের পাশে অ্যাসিস্ট আছে ১৭টি। নেশনস লীগে দুই ম্যাচের দুটিতেই জিতে নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে অবস্থান করছে গ্রিস। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে গ্রিকরা। আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের পয়েন্ট শূন্য।