ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

নেদারল্যান্ডসের মাটিতে ড্রতেও খুশি জার্মান কোচ

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারmzamin

নেদারল্যান্ডসের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে জার্মানি। পরে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। আর শেষ পর্যন্ত জিততে না পারলেও দলের পারফরম্যান্সে খুশি জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান। নেশন্স লীগের ম্যাচে মঙ্গলবার নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে জার্মানি।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ১ মিনিট ৩৯ সেকেন্ডেই গোল করে জার্মানিকে স্তব্ধ করে দেন টিয়ানি রেইন্ডার্স। জার্মানির বিপক্ষে ৫০ বছরে সবচেয়ে দ্রুততম গোল এটি। ৩৮তম মিনিটে জোরাল হাফ ভলিতে গোল করে সমতা টানেন ডেনিজ উন্দাভ। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন জসুয়া কিমিখ। ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতে ডাচদের সমতায় ফেরান ডেনজেল ডামফ্রিস। 
২০১৪ সালে সবশেষ বিশ্বকাপ জেতা জার্মানির সময়টা দীর্ঘদিন ধরেই খারাপ কাটছে। গত দুই বিশ্বকাপেই তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দলকে কক্ষপথে ফেরাতে গত বছর হান্সি ফ্লিককে ছাঁটাই করে কোচ নাগেলসমানকে নিয়োগ দেয় জার্মানরা।
নাগেলসমানের কোচিংয়ে ভালো কিছুর আভাস দিচ্ছে দলটি। ঘরের মাঠে ২০২৪ ইউরোতে শিরোপার দাবিদারদের অন্যতম ছিল তারা। শেষ পর্যন্ত যদিও কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে দলটি। এরপরই নাগেলসমান বলেছিলেন, আগামী বিশ্বকাপে চোখ তার। ২০২৬ বিশ্ব আসরে ভালো করার লক্ষ্যে দলকে তৈরি করবেন তিনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর বললেন, দলও একটু একটু করে উন্নতি করছে। তাই পয়েন্ট হারালেও সন্তুষ্ট ৩৭ বছর বয়সী কোচ। নাগেলসমান বলেন, দলের মধ্যে একটা বিষয়ে সচেতনতা আছে যে, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের এখন নেশন্স লীগের খেলা আছে, আগামী বছর বাছাইপর্ব এবং এরপর আশা করছি বিশ্বকাপে খেলবো। যদি সবকিছু ঠিকঠাক থাকে, ততদিন পর্যন্ত আমাদের আরও ১৮টি ম্যাচ বাকি আছে।’
জার্মান কোচ বলেন, “দলের সবার নিজেদের ওপর বিশ্বাস আছে এবং এটাই মূল। এটাই আমরা সবাই দেখতে চাই। আজ আমরা এমন একটি দল দেখেছি, যারা জিততে চেয়েছিল।”
এত দ্রুত গোল হজম করার পর জার্মানির ঘুরে দাঁড়ানোর তাড়না মুগ্ধ করেছে নাগেলসমানকে। তবে এখনও আরও অনেক উন্নতির জায়গা দেখছেন তিনি। নাগেলসমান বলেন, ‘আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তা খুব ভালো ছিল। পাঁচ-ছয় মিনিট সময় লেগেছিল, তবে এরপর আমরা ম্যাচে ভালো অবস্থায় ছিলাম।’
হাঙ্গেরির বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে এবারের নেশন্স লীগ শুরু করে জার্মানি। তাদের পরের ম্যাচ বসনিয়ার বিপক্ষে আগামী ১১ই অক্টোবর। এর দুই দিন পর আবার তারা ডাচদের মুখোমুখি হবে।

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status