অনলাইন
জাতির উদ্দেশ্যে ভাষণে ড. ইউনূস
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও দুদক সংস্কারে কমিশন গঠনের ঘোষণা
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৯ পূর্বাহ্ন
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারে ৬ টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। ভাষণে তিনি বলেন, এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককেএই কমিশনগুলি পরিচালিনা করার দায়িত্ব দিয়েছি। এর পর আরো বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড: শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শসভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ আগামী পহেলা অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আশা করছি এবং এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শসভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপকভিত্তিক তিন থেকে সাত দিনব্যাপী একটি পরামর্শসভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কীভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেয়া হবে।
এই আয়োজন জুলাই গণঅভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র পুনঃ নির্মাণ তাগিদের ঐক্যবন্ধনে গোটা জাতিকে শক্তিশালী ও আশাবাদী করে তুলবে বলে আমাদের বিশ্বাস।
সংবিধান বাতিল না করে তথাকথিত সংস্কার করা গ্রহণ যোগ্য নয়। দেশের মানুষ সংবিধান বাতিল চায়, সংস্কার নয়।
Alhamdulillah.
জনগন দীর্ঘদিন মাস বছর ধরে এমনি একটি আশা লালন করছিল। আল্লাহ সেটা কবুল করেছেন। আল্লাহ তার অনুগত বান্দাদের আশাকে নষ্ট করেন না।
অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সময় দিতে হবে। যাঁরা একজন দু'জন নেতা নিয়ে নুতন রাজনৈতিক দল গঠন করেছেন,তারা ক্ষমতার আশায় নির্বাচনের জন্য তাড়াহুড়া করছেন। তাদের বুঝা উচিত, নির্বাচনে তাঁরা কোনদিন জয়লাভ করতে পারবেন না অথচ নির্বাচনের জন্য গোলা শুকিয়ে ফেলেছেন। ডক্টর মুহম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে, এই পাঁচ বছর খালেদা, হাসিনার আবর্জনা দুর করে দেশে সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা করবেন।
Excellent.
আলহামদুলিল্লাহ আশা করি আপনার অধীনে অতি দূরত্ব একটি নির্বাচন অনুষ্ঠিত হইবে, সেই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে এবং তাহার পরেই আপনি এই বাংলার জনগণের কাছে আজীবন নয়নের মনি হয়ে থাকবেন। আপনার দায়িত্ব নিষ্ঠার সাথে আপনি পালন করতেছেন যাহা আমরা বিগত দিনে খেয়াল করেছি। আপনাকে বাংলার তরুণ সমাজের পক্ষ থেকে সংগ্রামী ও বিপ্লবী অভিনন্দন।
InshAllah. We are going to have a neat & clean Bangladesh. May Allah bless Dr Muhammad Yunus to do right things at the right time. Ameen.
দায়িত্ব বন্টন করে দেয়াটা সুন্দর হয়েছে। এবং আশা করি ভাল কিছু হবে।
একটি যুগান্তকারী বক্তব্য দেওয়ার জন্য স্যারকে অভিনন্দন জানাচ্ছি। দেশের জন্য নির্বাচন,ও আইনব্যবস্থা সংস্কার একান্ত জরুরি। শাহদীন মালিক স্যার একজন নিরপেক্ষ ব্যক্তি।সংস্কার আন্দোলনের জন্য ৯০০ লোক শহীদ হয়েছে। দুর্নীতি নিবারনের জন্য ২০ জনকে ওপেন গুলি করে হত্যা করলে ২০ দিনে দুর্নীতি কমে যাবে।ইফতেখার স্যার এব্যাপারে কঠোর হলে সব ঠিক হয়ে যাবে।সাবেক স্বৈরাচারের জিরো টলারেন্স আমরা বুঝিনা।
এতো রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবকে কে গণঅভ্যুত্থান বানানো হয়েছে। আওয়ামী সুবিধাবাদীরা কিভাবে উপদেষ্টা পরিষদে ঢুকে পড়ছে? সরকারের ভিতর যেন আরেক সরকার তৈরী না হয়ে যাই. সবখানে যেন স্যার আপনার নিয়ন্ত্রণ থাকে। আপনি ব্যর্থ হলে আমরা হারিয়ে যাবো আবার অন্ধকারে।
Maa sha Allah. A rich address for the Nation. The Address of Prof. Dr. Muhammad Yunus, Principal Adviser of the Interim Govt. of Bangladesh is unique, appreciable and constructive. We find huge rays of hopes and aspiration through this nice speech for the nation. We all need patience to allow Time to this Govt. to clean up the garbage of 15 years' autocratic rule.
যে ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে তাঁরা অত্যন্ত যোগ্য ও জাতির কাছে গ্রহণযোগ্য। আজকের ভাষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও আশাব্যঞ্জক। তাকিয়ে রইলাম বিভিন্ন বিষয়ে পূর্ণাঙ্গ কমিশন গঠনের দিকে।
ইনশাল্লাহ। আমরা আপনার সাথেই আছি।
স্বাধীন দেশে জনগনের স্বাধীন ভাবে কথা বলার অধিকার এবং ঘুষ বিহীন রাষ্ট্র ও প্রতিটা ক্ষেত্রে ডিজিটালাইজ । দেশে বসবাসরত ও বিদেশে বসবাসরত প্রতিটা মানুষ তাঁদের নিজেদের কাজ কর্ম যেন অনলাইনে করতে পারে প্রতিটা জায়গায় এবং আরও অনেক কিছু । আমি আমেরিকাতে বসবাস করছি তিন যুগের ও বেশী ধরে এতো সুবিধা সবকিছুর বেলায় কাহারও কাছে কোন কিছু জন্য যেতে হয়না সবকিছু অনলাইনে ।
আলহামদুলিল্লাহ
প্রধান উপদেষ্টার ভাষণে অনেক পদক্ষেপের কথা জানতে পারলাম কিন্তু হাসিনা এবং তার সহযোগীরা কোথায় এবং খুঁজে বের করতে কি পদক্ষেপ নিবেন সেটা শুনতে পেলামনা۔۔
এই মাসের মধ্যে কঠোর হতে হবে, এই ক্ষেত্রে আর কোন ছাড় দেওয়া যাবে না। ইনশাল্লাহ ভাল কিছুর অপেক্ষায়। এগিয়ে যান, দেশবাসী আপনার সাথে আছে স্যার।
পদক্ষেপ গুলি সফল হলেই আমরা উন্নত দেশ পাব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর নিকট আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
Alhamdulillah, Our Hon'ble Chief Advisor Dr. Mohammad Younus, the noble laureate in peach, has made a good decision.
ডঃ মুহাম্মদ ইউনূস স্যারকে অভিনন্দন। জনগণের ইচ্ছাকে বাস্তবায়নের লক্ষ্যে ৬টি কমিটি গঠন করা হয়েছে । কমিটির প্রধানগণ সবাই সুপরিচিত ও তাঁদের গ্রহণযোগ্যতা আছে। আশা করি সব রাজনৈতিক দল সহ সবার সহযোগিতায় এই কমিটি দ্রুত সুপারিশ নামা প্রণয়ন করত দেশবাসীর সামনে পেশ করবেন।
বিদ্যুৎ, গ্যাস,ওয়াসার দূর্নীতি দূরীকরণের জন্য কমিশন গঠন করুন।
আলহামদুলিল্লাহ! আল্লাহ কবুল করুক।
Alhamdulillah
আলহামদুলিল্লাহ! আমি খুব খুশি এই লোক গুলোকে গুরুত্বপূর্ণ দায়িত্বে পেয়ে!
জনপ্রশাসন কমিটি যেন বিদ্যমান সকল ক্যাডার এর পদোন্নতির (ফ্যাসিবাদী চরিত্র দূরীভূত করে) ক্ষেএে সমান ভাবে বৈষম্যহীন বিচার করে পদোন্নতির ব্যবসথা করে।( কোনো ক্যাডার জন্য কোন কোটা রাখা যাবে না)
আলহামদুলিল্লাহ! জাতির প্রত্যাশা পুরন হতে চলছে।