অনলাইন
ডিসি নিয়োগ
সচিবালয়ে আজও বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
(৬ মাস আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪১ পূর্বাহ্ন
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের প্রজ্ঞাপন ঘিরে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এ অবস্থায় বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ বৈঠকে বসেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। পরদিন মঙ্গলবার আরও ৩৪ জেলায় ডিসি নিয়োগ দেয়া হয়। তবে ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনের মধ্যে অনেককে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানান কর্মকর্তা-কর্মচারীরা।
তারা বলছেন, অন্তর্বর্তী সরকার নতুন যাদের জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে, তারা বিগত সরকারের সুবিধাভোগী ও আশীর্বাদপুষ্ট। আওয়ামী লীগ সরকারের সময়েও এসব কর্মকর্তারা ভালো পদে ছিলেন। নতুন নিয়োগ পাওয়া ডিসিদের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান তারা। এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকাল ৩টার পর থেকে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের সঙ্গে তাদের দফায় দফায় বৈঠক হয়।