ঢাকা, ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

গণসংহতি আন্দোলনের নিবন্ধনে কোনো আইনি বাধা নেই

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৮:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদন প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে দল হিসেবে গণসংহতি আন্দোলনকে  ইসির নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গণসংহতির আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। এ সময় গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলটি আর পরিচালনা করবে না নির্বাচন কমিশন। এ বিষয়ে তারা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এভিডেভিড দাখিল করেছেন। ফলে গণসংহতি আন্দোলকে নিবন্ধন দিতে হাইকোর্টের দেয়া রায়টিই কার্যকর হলো এবং দলটিকে নিবন্ধন দিতে আর কোনো আইনি বাধা রইলো না।
২০১৭ সালের ২৮শে ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করে গণসংহতি। ২০১৮ সালের ১৯শে জুন ইসি এক চিঠির মাধ্যমে নিবন্ধন করা যাবে না মর্মে গণসংহতিকে অবহিত করে। পরে ইসির এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। প্রাথমিক শুনানি নিয়ে গণসংহতিকে নিবন্ধন দেয়া নিয়ে রুল দেয় হাইকোর্ট। ২০১৯ সালের ১১ই এপ্রিল রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রুল মঞ্জুর করে আদালত। একইসঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে গণসংহতিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ইসি যা গত সোমবার প্রত্যাহার করে নেয়া হয়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status