অনলাইন
আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের ২ সদস্যকে পিবিআইতে হস্তান্তর
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
(১ মাস আগে) ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৮:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৪ অপরাহ্ন
আবু সাঈদ হত্যা মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের দুই সদস্যকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকালে মামলার আসামী এএসআই মো. আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মামলার তদন্ত কর্মকর্তার রিক্যুইজিশনের ভিত্তিতে হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আবু বকর সিদ্দিক।
উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুরে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র আবু সাঈদ নিহত হন। এ ঘটনায় গত ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলী আদালতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নামে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।