বাংলারজমিন
রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা
বাংলারজমিন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১:৩০ অপরাহ্ন
রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে বিনোদপুর বাজারে তার ওপর হামলা হলে তাকে থানায় সোপর্দ করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিলে সেখানেই মারা যান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে তার ওপর হামলা হয় বলে জানিয়েছেন নগরের বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ। নিহত মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন।
এর আগে তিনি ২০১৪ সালের ২৯ এপ্রিল ক্লাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হয়েছিলেন। হামলায় তার ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাম পা-ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনি একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন।
বোয়ালিয়া থানার ওসি বলেন, এ ব্যাপারে তার পরিবার অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।