বাংলারজমিন
মানিকগঞ্জে দখলের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ নেতা জামান
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবারমানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনান জামানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে মানিকগঞ্জের জনমনে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সিংগাইর উপজেলা বিএনপি ও স্থানীয় এলাকাবাসী। এতে জেলা- উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
জামানের একাধিক প্রতিবেশী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আওয়ামী লীগের জামানায় অসহায় গ্রামবাসীকে ইচ্ছামতো অত্যাচার করে আসছিল আনান জামান। তার ক্যাডার বাহিনী দিয়ে জায়গা-জমি দখল করতেন ইচ্ছামতো। গ্রামের অনেক ব্যবসায়ীরাও তার নিকট টাকা পাওনা রয়েছে। এসব বিষয়ের প্রতিবাদ করলেই পুলিশি হয়রানি করা হতো বলে উল্লেখ করেন গ্রামবাসী।
গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, ২০১০ সালে আমি এই বিদ্যালয়ে যোগদান করি। দেশে করোনাকালীন সময়ে খণ্ডকালীন এক শিক্ষকের অপকর্মের জেরে আমাকে ১৪ মাস স্কুলে ঢুকতে দেয়নি আনান জামান ও তার লোকজন। আওয়ামী লীগ সরকারের সময় আমার ওপর মানসিক নির্যাতন চালানো হতো। এরপর ক্ষমতার দাপট দেখিয়ে স্কুলের জমি জোরপূর্বক দখল করেছে আনান জামান। প্রতিবাদ করা হলে নানান ভয়ভীতি দেখান তিনি।
এলাকার নয়ন মিয়া বলেন, স্কুলের পাশে আমার জমি ছিল। আনান জামানের লোকজন আমার জায়গাটি দখল করে অন্যকে বসিয়ে দিয়েছেন। আমি আজও জায়গাটি উদ্ধার করতে পারিনি।
এলাকার ফার্নিচার ব্যবসায়ী জানান, দীর্ঘদিন আগে তার কাছ থেকে ফার্নিচার নিয়েও আনান জামান সেই টাকা পরিশোধ করেনি। টাকা চাইতে গেলে পুলিশের কথা বলে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সিংগাইর উপজেলা বিএনপি’র সভাপতি আবিদুর রহমান খান রোমান, সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, সিংগাইর পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র এডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনসহ সিংগাইর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি। উল্লেখ্য, সমপ্রতি আনান জামান তার ফেসবুক আইডি থেকে তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে প্রচার করেন। বিপুল পরিমাণ চাঁদা দেয়া অসম্ভব জানিয়ে তিনি ৭০০ মোমবাতি জ্বালিয়ে মৃত্যু উদ্যাপন করার কথা বলেছেন।