বাংলারজমিন
‘যারা সত্যিকার মুক্তিযোদ্ধা তারা অবশ্যই সম্মানিত হবেন’
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবারদুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীরপ্রতীক) বলেছেন, মুক্তিযোদ্ধাদের ভাতা এখনো বন্ধ করা হয়নি। তবে যাচাই বাছাই বিষয়ে কাজ হচ্ছে। অনেকগুলো প্রক্রিয়ায় বাছাই করার জন্য চিহ্নিত করা হয়েছে। অনেক মামলা-মোকদ্দমা আছে। এগুলো নিষ্পত্তি করে প্রক্রিয়াগুলো চিহ্নিত করবো। যারা সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা তারা অবশ্যই সম্মানিত হবেন। উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কাজ হচ্ছে। এতে বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। স্থানীয় জনসাধারণের সঙ্গে আলাপ-আলোচনা করে এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করা হবে। স্থানীয় প্রশাসন ও এলাকার জনগণের সঙ্গে আলোচনা করে কীভাবে স্থায়ীভাবে বাঁধ মেরামত করা যায় সেসব বিষয়ে প্রশাসন পরামর্শ দেবে। এর ভিত্তিতেই মন্ত্রণালয় কাজ বাস্তবায়ন করবে। হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীরপ্রতীক) এসব কথা বলেন। তিনি গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করে মেরামতের দিকনির্দেশনা প্রদান করেন। বন্যার পানি নেমে যাওয়ার পর সম্প্রতি হবিগঞ্জের খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। নদীর পূর্ব ভাদৈ, তেঘরিয়া, তেতৈয়া, শায়েস্তাগঞ্জের আলাপুরসহ কয়েকটি এলাকার বাঁধে বিশাল আকৃতির কয়েকটি ভাঙন দেখা দেয়। বাঁধের প্রায় দুই-তৃতীয়াংশ মাটি ভেঙে চলে গেছে নদীগর্ভে। এতে চরম ঝুঁকির মাঝে রয়েছেন শহরতলীর অর্ধলক্ষাধিক মানুষ। বাঁধটি মেরামতের জন্য জরুরি খাত দেখিয়ে বরাদ্দ এনে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। কাজের অগ্রগতি ও দিকনির্দেশনা প্রদানের জন্য উপদেষ্টা ফারুক ই আজম পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, পুলিশ সুপার মো. রেজাউল হক খানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এর আগে গত ৭ই সেপ্টেম্বর পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষতিগ্রস্ত বাঁধের বিভিন্ন স্থান পরিদর্শন করে দ্রুত মেরামতের নির্দেশ দেন।