খেলা
স্পেন থেকে বিশ্বকাপ সরিয়ে নিতে চান কেন ভিনিসিয়ুস
স্পোর্টস ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার২০৩০ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, মরক্কো ও পর্তুগাল। আর পেশাদার ফুটবল ক্যারিয়ারের বড় সময়টা স্পেনে কাটলেও সেখানে বিশ্বকাপের আয়াজন দেখতে চান না ভিনিসিয়ুস জুনিয়র। কারণ কী! ক্যারিয়ারে অসংখ্যবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যার বেশিরভাগই স্পেনে। এই তিক্ত অভিজ্ঞতা আর সইতে পারছেন না রিয়াল মাদ্রিদের এই তারকা। বৈষম্যমূলক ব্যবহারে উন্নতি না করলে স্পেন থেকে ২০৩০ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ তারকার এমন মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে স্পেনে। স্প্যানিশ গণমাধ্যমগুলোতে অনেকে যুক্তি দিয়েছেন, ভুলভাবে তাদের দেশটিকে বর্ণবাদী হিসেবে চিহ্নিত করেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।
স্পেনে প্রতিপক্ষের সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ বহুবার করেছেন ভিনিসিয়ুস। এনিয়ে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। গত মৌসুমে ভ্যালেন্সিয়ায় এমন এক ঘটনায় গত জুনে তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত। দেশটিতে ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদী আক্রমণের জন্য কারাদণ্ডের শাস্তির প্রথম ঘটনা সেটি।
শুধু ভ্যালেন্সিয়া নয়, বার্সেলোনা, মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ, সেভিয়া, রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠেও বিভিন্ন সময়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। ২০৩০ বিশ্বকাপ পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজন করবে স্পেন। সম্প্রতি সিএনএন-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী ভিনিসিয়ুস বলেন, বর্ণবাদী আচরণে উন্নতি না করলে প্রয়োজনে স্পেন থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া উচিত। ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘২০৩০ সাল পর্যন্ত আমাদের পরিবর্তনের অনেক জায়গা আছে। আশা করি, স্পেন মানসিকভাবে আরও বিকশিত হবে এবং বুঝতে পারবে যে গায়ের রঙের কারণে কাউকে অপমান করা কতটা গুরুতর। যদি ২০৩০ সালের মধ্যে পরিস্থিতির উন্নতি না হয়, আমি মনে করি আমাদের (বিশ্বকাপ) ভেন্যু সরিয়ে নিতে হবে। কারণ যদি কোনো খেলোয়াড় এমন একটি দেশে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ না করে এবং নিরাপদ বোধ না করে যেখানে তারা বর্ণবাদের শিকার হতে পারে, তবে এটি কিছুটা কঠিন।’
ভিনিসিয়ুসের এমন মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে স্পেনে। স্প্যানিশ গণমাধ্যমগুলোতে অনেকে যুক্তি দিয়েছেন, ভুলভাবে তাদের দেশটিকে বর্ণবাদী হিসেবে চিহ্নিত করেছেন এই ব্রাজিলিয়ান। ভিনিসিয়ুস অবশ্য সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন, তার মন্তব্য কিছু সংখ্যক সমর্থকদের লক্ষ্য করে। ভিনি বলেন, ‘স্পেনে অনেক মানুষ আছে, যাদের বেশিরভাগই বর্ণবাদী নয়। ছোট একটি গোষ্ঠী আছে, যারা এমন একটি দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করে। আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে ভালোবাসি। স্পেনকে ভালোবাসি, এখানে পরিবারের সঙ্গে বসবাস করার জন্য সবচেয়ে ভালো পরিবেশ রয়েছে।’
ভিনি বলেন, ‘আশা করি বিষয়গুলি আরও পরিবর্তন হতে পারে। তারা ইতিমধ্যে বিকশিত হয়েছে, কিন্তু তারা আরও অনেক উন্নতি করতে পারে। ২০৩০ সালের মধ্যে বর্ণবাদী ঘটনা ও বর্ণবাদ কমতে পারে এবং তা হওয়া উচিত।’
২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরই মধ্যেই তিনটি স্প্যানিশ লা লিগা ও দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরাপার স্বাদ পেয়েছেন তিনি। এখন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির হয়ে ২৬৮ ম্যাচে ৮৪ গোল ও ৭৮ অ্যাসিস্ট আছে তার।